বিনোদন
Trending

হাজার কোটির লক্ষ্যে ‘অ্যানিম্যাল’, বছরের টপ ফাইভে রণবীরের ছবি……

'Animal', Ranveer's film in the top five of the year with a target of 1000 crores

The Truth Of Bengal: বক্স অফিসে ‘অ্যানিম্যাল’ ঝড় অব্যাহত। নিন্দে-সমালোচনাকে উপেক্ষা করে ঝড়ের বেগে এগোচ্ছে রণবীর কাপুরের বিজয়রথ। কোটি কোটি টাকার পাহাড়ে ক্যাশবাক্স উপচে পড়েছে। শুধু তাই নয়, রিলিজের মাত্র পনেরো দিনেই ২০২৩ সালের পাঁচটি বড় ব্লকবাস্টার সিনেমার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’।

ভারতে ৫০০ কোটি টাকার উপর আয় করার পাশাপাশি বিশ্বের বক্স অফিসেও রীতিমতো রাজত্ব করছে ‘অ্যানিম্যাল’। বলিউড মাধ্যম সূত্রে খবর, ১৭ দিনে মোট ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবিটি। বলিউডের পাশাপাশি তেলুগু ভাষাতেও ‘অ্যানিম্যাল’-এর ঝকঝকে মার্কশিট। গোটা দেশে ৫১২.৮৪ কোটি টাকা আয় করে নিজের ফিল্মি কেরিয়ারে নতুন রেকর্ড গড়েছেন রণবীর কাপুরও। শুধু দেশ নয়, আন্তর্জাতিক বক্স অফিসেও ‘অ্যানিম্যাল’-এর বাজার রমরমা। ছবির প্রযোজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কানাডা এবং অস্ট্রেলিয়াতে সবথেকে বেশি ব্যবসা করা হিন্দি ছবির তকমা ছিনিয়ে নিয়েছে রণবীরের সিনেমা। এখনও পর্যন্ত ৮১৭.৩৬ কোটি টাকার কামাই করে ৯০০ কোটির ক্লাবের দিকে দৌড়চ্ছে ‘অ্যানিম্যাল’।

পয়লা ডিসেম্বর রিলিজের পর থেকেই সমালোচনার তিরে বিদ্ধ হয়েছে ‘অ্যানিম্যাল’। পুরুষতন্ত্রের ক্ষমতার আস্ফালনে নারীদের হেয় করে দেখানোর অভিযোগ উঠেছে পরিচালক সন্দীপ রেড্ডির বিরুদ্ধে। যদিও সেসব নিন্দা-বিতর্ককে সঙ্গী করেই আপাতত বক্স অফিস কাঁপাচ্ছে এই ছবি। শাহরুখ খানের ‘পাঠান’, ‘জওয়ান’ দুটো ছবিই ১০০০ কোটির উপর ব্যবসা করেছে। তাই যাবতীয় বিতর্ককে উড়িয়ে দিয়ে অ্যানিমেলের পাখির চোখ এখন ১০০০ কোটির দিকেই। সেই লক্ষ্যে আদৌ অ্যানিমেল পৌঁছতে পারে কিনা সেটাই এখন দেখার।

Free Access

Related Articles