বিনোদন

‘অ্যানিম্যাল’-এর নতুন গান রূপকথার রাজ্যে পাড়ি রণবীর-রশ্মিকার

'Animal' new song out

The Truth of Bengal: আপনি এবং আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, এবার ধরুন যদি আপনার বয়ফ্রেন্ডকে পরিবার মেনে না নেয়, কী করবেন তাহলে? সবার সামনেই সটান চুমু!ভাবছেন তো এ আবার কি? আসলে ‘বেশরম’ প্রেমিকাদের জন্য দারুণ টিপস নিয়ে হাজির রশ্মিকা মন্দানা। গোটা দেশের ক্রাশ এই দক্ষিণী সুন্দরী।গানের দৃশ্যায়ন জুড়ে উঠে এসেছে রশ্মিকা-রণবীরের একের পর এক নিবিড় রসায়ন ।

রণবীরের সঙ্গে রশ্মিকার প্রেম সম্পর্ক মানতে না-রাজ পরিবার। রণবীরকে জীবনসঙ্গী হিসাবে বেছে নেওয়ায় ‘নির্লজ্জ’, ‘বেহায়া’ কটাক্ষ’ তকমার তোয়াক্কা না করেই চুমুর সাগরে ডুব দিলেন রশ্মিকা। হাঁ করে দেখল পরিবারের খুদে সদস্যরা।এরপর প্রাইভেট জেটে প্রেমিকাকে নিয়ে রূপকথার রাজ্যে পাড়ি দিলেন রণবীর। সবার নজর এড়িয়ে বরফ ঢাকা পাহাড়ে জমবে জুটির প্রেম, সেখানে লুকিয়ে বিয়ে।

লাল-সাদা শাড়িতে সুন্দরী কনে রশ্মিকা, সাদা কুর্তা-পাজামাতে রণবীর। মন্দিরে মালাবদল, সাত পাক ঘুরে সাত জন্মের বাঁধনে বাঁধা পড়া। খুনোখুনি, রক্তারক্তি ভরা টিজারের পর ‘অ্যানিম্যাল’-এর প্রথম গান জুড়ে শুধুই প্রেম।  বিধ্বংসী, ভয়ানক চেহারার রণবীর এখানে আদ্যোপান্ত প্রেমিক। প্রীতমের কম্পোজ করা এই গানের কথা লিখেছেন মনোজ মুন্তাসির। গানটি গেয়েছেন রাঘব চৈতন্য এবং প্রীতম স্বয়ং।

Free Access

Related Articles