বিনোদন

অ্যানিম্যাল এই ক্ষান্ত নন সন্দীপ রেড্ডি ,আসছে ভার্সন টু

The Truth Of Bengal: ২০২৬ এ আসতে চলেছে ‘অ্যানিম্যাল টুু’। সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে হিট করলেও হিংস্রতা দেখানোর কারণে ছবির টিমকে বারবার বিতর্কের মুখোমুখি হতে হয়। কিন্তু সেইদিকে বিশেষ পাত্তা না দিয়েই ‘অ্যানিম্যাল টু’ নিয়ে ফোকাস করেছে ডিরেক্টর সন্দীপ রেড্ডি বঙ্গার ।

এই ছবির পরবর্তী সিক্যুয়েল নিয়ে বেশ আগ্রহী তিনি। ‘অ্যানিম্যাল টু’ তে নাকি আরো বেশি হিংস্রতা দেখা যাবে বলে এমনটাই জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভাঙ্গা জানান, ”অ্যানিম্যাল তো কিছুই নয়। অপেক্ষা করুন। ‘অ্যানিম্যাল ২’ আরও খতরনাক হতে চলেছে। এই ছবিতে আরও রক্ত ঝরবে।”

সূত্রে খবর যে, এবার রনবীর কাপুরের বিপরীতে থাকবে নাকি ভিকি কৌশল। এই ছবিতে দেখা যাবে রণবীরের সাথে রনবীরের লড়াই। তবে কেন সেই লড়াই? আর কি হবে তার শেষ? সেটা এখনো প্রকাশ্যে আসেনি। ‘অ্যানিম্যাল’ এর মত এখানেও রাশ্মিকাকে দেখা যাবে এবং থাকছে অন্য এক অভিনেত্রীও।

Related Articles