Ananya Tele Samman 2023: রাজ্য সরকারের অনন্য টেলিসম্মানে পুরস্কার জয়ীরা
Ananya Tele Samman 2023 Winners list

টেলিভিশনের ধারাবাহিকের গল্পগুলি যেন বাস্তব জীবনের সঙ্গে অন্যন্যভাবে জড়িয়ে আছে। ধারাবাহিকের চরিত্রগুলি দেখে মনে হয় আমাদের পাশের বাড়ির সদস্য। বাঙালির ঘরে ঘরে ড্রয়িং রুমে আলোচনার অন্যতম রসদ তারা। দর্শকদের প্রশংসা শিল্পীদের কাছে অক্লান্ত পরিশ্রমে শ্রেষ্ঠ প্রাপ্তি। তেমনই কাজি স্বীকৃতি পাওয়াটাও তাদের কাছে মর্যাদার সমান। সেই স্বীকৃতি হিসেবে বাংলা টেলিভিশনের ধারাবাহিকের চরিত্রগুলিকে সম্মান জানাতে ধনধান্যে অডিটোরিয়ামে রাজ্য সরকারের অনুপ্রেরণায় অনুষ্ঠিত করা হয়েছিল টেলি অ্যাকাডেম অ্যাওয়ার্ড। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সাল থেকে পশ্চিমবঙ্গ টেলি একাডেমী আওয়ার্ড অনুষ্ঠিত হচ্ছে। এবছর ৪১টি ক্যাটাগরিতে ৬৬ জনকেই সম্মানে ভূষিত করা হয়।
সেরা পরিচালক হিসেবে সম্মান পেয়েছেন স্বপন নন্দী ও সিদ্ধান্ত দাস। সেরা অভিনেতা-অভিনেত্রী টেলি সম্মান পেয়েছেন (জগদ্ধাত্রী ও অনুরাগের ছোঁয়া) ধারাবাহিকের দুই সদস্য দিব্যজ্যোতি দত্ত ও অঙ্কিতা মল্লিক। সেরা জুটি হিসেবে সম্মান প্রাপ্ত করেছে (বাংলা মিডিয়াম) ধারাবাহিকের নীল ভট্টাচার্য, তিয়াসা লেপচা ও (অনুরাগের ছোঁয়া) ধারাবাহিকের দিব্যজ্যোতি দত্ত এবং স্বস্তিকা ঘোষ। মরনোত্তর বিশেষ কৃতি সম্মান পান ঐন্দ্রিলা শর্মা।সেরা মা হলেন জুন মালিয়া। সেরা শাশুড়ি রূপাঞ্জনা মিত্র।
সেরা কৌতুক অভিনেতার সম্মান পেলেন (সোহাগ চাঁদ) ধারাবাহিকের জয় প্রকাশ। সেরা শিশু অভিনেতা হল মিশিতা রায়চৌধুরী (অনুরাগের ছোঁয়া) ও আরাধ্যা বিশ্বাস (তুমি যে আমার মা)। ‘ফেরারি মন’ ধারাবাহিকের জন্য সেরা সহ অভিনেতার সম্মান পেলেন অরিন্দম গঙ্গোপাধ্যায়। সেরা খলনায় কের সম্মান পেয়েছেন (খেলনা বাড়ি ও গাঁটছড়া) ধারাবাহিকের দুই অভিনেতা অনিন্দ্য চক্রবর্তী ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। পাশাপাশি চান্দ্রেয়ী ঘোষ ও রশ্মি ভট্টাচার্য পেলেন সেরা খলনায়িকার পুরস্কার। প্রতিটি পুরস্কার নিজে প্রাপকদের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।