বিনোদন
Trending

‘আমি বেঁচে আছি’ গুঞ্জনের মাঝেই বার্তা আঁচলের

Amid the buzz of 'I'm alive', Anchal's message

The Truth Of Bengal: পুনমের পরে এবার ভুয়ো মৃত্যুর খবরের শিকার হলেন আঁচল তিওয়ারি। বেশ কয়েকদিন ধরেই আচলের মৃত্যুর খবরে তোলপাড় হয়েছিল গোটা সোশ্যাল মিডিয়া। এই খবর অভিনেত্রীর কানে পৌঁছতেই সরব হলেন তিনি। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “আমি বেঁচে আছি”।

মঙ্গলবার বিহারে পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভোজপুরী অভিনেত্রী আঁচল তিওয়ারি। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। কিন্তু সবার ভুল ভেঙ্গে অভিনেত্রীর দুই বন্ধু স্পষ্ট জানিয়েছেন, এটি সম্পূর্ণ ভুয়ো খবর। তাঁদের অভিনেত্রী বন্ধু বহাল তবিয়তে রয়েছেন। আর সেই পোস্ট নিজের স্টোরিতে ভাগ করে নিয়েছেন জীবিত আঁচল !

প্রসঙ্গত, ‘পঞ্চায়েত ২’ সিরিজ়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছিলেন আঁচল তিওয়ারি। ভোজপুরী ছবির ইন্ডাস্ট্রিতে তিনি হলেন একজন জনপ্রিয় অভিনেত্রী।

FREE ACCESS

Related Articles