বিনোদন

ফের বিপদে আল্লু অর্জুন, অভিযোগ দায়ের কংগ্রেস নেতার

Allu Arjun in danger again, complaint filed by Congress leader

Truth Of Bengal: বক্স অফিসে জারি ‘পুষ্পা’ রাজ। গত ৫ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২: দ্য রুল’। ইতিমধ্যেই দেড় হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে ছবির আয়। তবে এত সাফল্যের মাঝেও বিতর্ক যেনো পিছু ছাড়ছে না আল্লু অর্জুনের। নতুন ঝামেলায় জড়িয়ে পড়লেন ‘পুষ্পা রাজ’। এবার অভিযোগ কংগ্রেস নেতা তিনমার মাল্লান্নার। তেলেঙ্গানা আইন পরিষদে এমএলসি তিনমার মাল্লান্না। তার অভিযোগ, ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার একটি দৃশ্য নিয়ে। তার দাবি, ছবির একটি দৃশ্যে পুলিশ কর্মীদের অপমান করা হয়েছে। তার জেরেই থানায় অভিযোগ করেছেন তেলেঙ্গানার এই কংগ্রেস নেতা।

সূত্রের খবর, আল্লু অর্জুন, পরিচালক সুকুমার ও ‘পুষ্পা ২’ সিনেমার প্রযোজকদের বিরুদ্ধে হায়দরাবাদের মেদিপল্লি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। কংগ্রেস নেতার অভিযোগ, ছবির একটি দৃশ্যে ফাহাদ ফাজিল অভিনীত চরিত্র এসপি ভঁওয়ার সিং শেখাওয়াতকে সুইমিং পুলে ফেল দেয় ‘পুষ্পা।’

তারপর মদ্যপ অবস্থায় সেই সুইমিং পুলেই সে মূত্রত্যাগ করে। আর ছবির এই দৃশ্যের মধ্যে দিয়েই পুলিশ কর্মীদের অপমান করা হয়েছে বলে অভিযোগ করেন তিনমার মাল্লান্না। পাশাপাশি তাঁর দাবি, অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে আল্লু অর্জুন সব ছবির নির্মাতাদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিতর্ক যতই থাক ‘পুষ্পা ২: দ্য রুল’ যে দর্শকদের মন করে চলেছে তা ছবির ব্যবসাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে। এখন এই ছবির ২০০০ কোটির ছোঁয়া শুধুই সময়ের অপেক্ষা।

Related Articles