বিনোদন

জন্মদিনে ভক্তদের বড় উপহার, নতুন ছবির ঘোষণা আল্লু অর্জুনের

Allu Arjun announces new film, big birthday gift for fans

Truth Of Bengal: আল্লু অর্জুন। দক্ষিণী ইন্ডাস্ট্রির বড় নাম। তবে শুধু দক্ষিণী ইন্ড্রাস্ট্রিতেই নয় আল্লু অর্জুনের জনপ্রিয় দেশ ছড়িয়ে বিদেশেও। আর তাঁর জন্মদিন যেন তাঁর ভক্তদের কাছে উৎসব। মঙ্গলবার ছিল আল্লু অর্জুনের ৪৩ তম জন্মদিন। আর প্রিয় তারকার জন্মদিনে তাঁকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্তরা।

বিকেলের দিকে তাঁদের আশা পূরণ করলেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন। ভক্তদের সঙ্গে দেখা করেন অভিনেতা। না এখানেই শেষ নয় নিজের জন্মদিনে ভক্তদের বিশেষ উপহারও দিয়েছেন আল্লু অর্জুন। জন্মদিনের নিজের নতুন ছবির ঘোষণা করলেন দক্ষিণী সুপারস্টার।

 

View this post on Instagram

 

A post shared by Sun Pictures (@sunpictures)

‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে আগামী ছবিতে জুটি বেঁধে কাজ করতে চলেছেন আল্লু অর্জুন। যদিও আল্লু অর্জুন যে আগামী ছবিতে অ্যাটলির সঙ্গে জুটি বাঁধছেন তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু জন্মদিনে সেই খবরে সিলমোহর দিয়েছেন অভিনেতা নিজেই। সমাজমাধ্যমে তাঁদের তরফে যে ভিডিয়ো পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে অল্লু এবং অ্যাটলি হলিউডের এক প্রখ্যাত ভিএফএক্স স্টুডিয়োয় একসঙ্গে প্রবেশ করছেন।

এই সংস্থাই ‘মার্ভেল’ সিরিজ় এবং ‘অবতার’-এর মতো ছবির সঙ্গে জড়িয়ে ছিল। ছবিটি যে অ্যাকশন ঘরানার, তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। আপাতত ছবির নাম স্থির হয়েছে ‘এএ ২২’। স্বাভাবিকভাবেই সুপারস্টারের নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত তার অগণিত ভক্তরা।

Related Articles