
The Truth Of Bengal: বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় কিংবা অনন্য রেড কার্পেট ‘মেট গালা’! সূত্রের খবর সোমবার এই ফ্যাশন ইভেন্টের আসর বসতে চলেছে, যার কারণে প্রস্তুতি একেবারেই তুঙ্গে। শুধুমাত্র হলিউডেই নয়, এর আগে বলিউডের প্রচুর সেলেব দের এই রেড কার্পেটে নিজের অনন্য লুক ভাইরাল হতে দেখা গিয়েছিল গণমাধ্যমে। ২০২৩ আলিয়ার কাছে তাঁর কেরিয়ারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল তা একপ্রকার বলাইবাহুল্য। সেই বছর আলিয়া তাঁর ছবি “হার্ট অব স্টোনের মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এবং সেই বছরই অভিনেত্রীকে মেট গালার তরফ থেকে আমন্ত্রিত করা হয়।
View this post on Instagram
বলিউডে এর আগেও বহু অভিনেত্রীরা হলিউডে তাঁদের কাজের মাধ্যমে দাগ কেটেছিলেন দর্শকদের মনে। সে লাইনে দীপিকা পাড়ুকন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া’র মতো অভিনেত্রীরা ছিলেন তবে এবার বলিউডের অন্যতম সফল অভিনেত্রী আলিয়াকেও দেখা যায়। তাই মেট গালা’র মতো সম্মানীয় মঞ্চ পেয়ে নিজের নাম খোদাই করে এসেছিলেন মহেশ কন্যা।
গতবছর অর্থাৎ ২০২৩ এ তাঁকে মুক্ত’র সাজে দেখা গিয়েছিল। সাদা গ্রাউনে শত শত পার্লস ঝরে পরছিল তাঁর জামা দিয়ে। তবে ইতিমধ্যে এও শোনা যাচ্ছে যে এবছরও মেটা গালা’য় উপস্থিত থাকবেন তিনি। মুম্বাই বিমানবন্দরে ইতিমধ্যেই আলিয়াকে দেখা গেছে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আগামী ৬ই মে বসতে চলেছে মেট গালা ২০২৪ এর আসর। কোন নতুনত্ব দেখা যাবে আলিয়ার লুকে ? সঙ্খে সেখানে বলিউডের আর কারা থাকছেন? জানতে ফলো করুন “বাংলার সত্য” (The Truth Of Bengal) পেইজটিকে। যেখানে থাকছে সমস্ত আপডেট থাকছে সবার আগে।