বিনোদন

একমঞ্চে আলিয়া-অ্যালান, ‘জিগরা’র প্রচারে গিয়ে মঞ্চ মাতালেন অভিনেত্রী

Alia-Alan in Ekmanch, the actress rocked the stage while promoting 'Zigra'

Truth Of Bengal : জোরকদমে আসন্ন ছবির প্রচার চালাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ৪ অক্টোবর বেঙ্গালুরুর একটি কনসার্টে দেখা যায় অভিনেত্রীকে। কনসার্টটি ছিল ডিজে অ্যালান ওয়াকারের। সেখানেই ডিজে অ্যালান ওয়াকারের সাথে যোগ দেন আলিয়া। আসন্ন থ্রিলার ফিল্ম ‘জিগরা’র প্রচারও  করেন আলিয়া। তাদের জুটি মঞ্চ মাতিয়ে রাখেন বেশ কিছুক্ষন। আর সেই অনুষ্ঠানেরই বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ্যে এসেছে। এক অনুরাগী সামাজিক মাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন।

আলিয়া ভাটের জিগরা-তে বেদাং রায়নাও মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবিটিতে একটি ভাই-বোন জুটির গল্প তুলে ধরা হবে মূলত। ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি৷ জিগরার টিজারে দেখা গিয়েছে, একজন দিদি তাঁর ভাইকে বাঁচাতে কীভাবে সব বাধা বিপত্তি অতিক্ম করে এগিয়ে যায়। এখানে বেদাং রায়নাকে আলিয়ার ভাইয়ের চরিত্রে দেখা যাবে। টিজারে খুব সুন্দরভাবে বেদাং ও আলিয়ার ভাই-বোনের চরিত্রটি ফুটিয়ে তোলা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

এর আগে ছবিটি নিয়ে আলিয়া বলেছেন ‘সাহস, আবেগ এবং সংকল্পের গল্প। এক বছরেরও বেশি সময় পরে, আমরা আমাদের দ্বিতীয় প্রযোজনা – জিগরা শুরু করতে প্রস্তুত, সাহস, আবেগ এবং সংকল্পের একটি সুন্দর গল্প। আমি আশা করি ধারাবাহিকভাবে বাধ্যতামূলক আখ্যানগুলিকে সমর্থন করব যা প্রামাণিক, এবং স্থায়ীভাবে নিরবধি এবং সেগুলিকে জীবন্ত করার জন্য উজ্জ্বল সৃজনশীল মন নিয়ে কাজ করব।’

Related Articles