বিনোদন

Ajay Devgn and Tabu: প্রেমের আবহে অজয়-তাব্বু, প্রকাশ্যে সেই ছবি টিজার

Ajay Devgn and Tabu: The Teaser Is Out Of The New Film 'Auron Mein Kahan DumTha'

The Truth Of Bengal: রোম্যান্টিক ছবিতে অজয় দেবগন। তাও আবার বহুযুগ পর জুটি বাঁধলেন তাব্বুর সঙ্গে। এক কালে তাঁদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। এবার তাঁদের একসঙ্গে দেখা যাবে বড় পর্দায়। মিউজিক্যাল ড্রামা নিয়ে বড় পর্দায় আসছেন অভিনেতা। মুক্তি পেল ‘অউরো মে কহাঁ দম থা’-এর টিজার। চিত্রনাট্য লেখা থেকে শুরু করে পরিচালনার দায়িত্বে রয়েছেন নীরজ পান্ডে।

কয়েক সেকেণ্ডের ক্লিপিংয়ে রয়েছে অজয়-তাব্বুর প্রেমের ঝলক থেকে কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে স্বপ্নপূরণের লক্ষে পৌঁছানোর সেই মুহূর্ত। ছবিটি গান এবং প্রেমের মিশেলে তৈরি। অস্কার বিজয়ী সঙ্গীত পরিচালক এম এম ক্রিম এই ছবির গানের দায়িত্ব রয়েছেন। ২০ বছরের গান এবং প্রেমের ইতিহাস ধরা দেবে এই ছবিতে। আগামী ৫ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে অজয়ের নতুন ছবি।

উল্লেখ্য, অজয়-তব্বু জুটির দশম ছবি হতে চলেছে ‘ অউরো মে কহাঁ দম থা’। এই ছবিতে অজয়-তাব্বু ছাড়াও রয়েছেন সাই মঞ্জরেকর, জিমি শেরগিল, শান্তনু মহেশ্বরী, পুষ্পেন্দ্র সিং-সহ অন্যান্যরা। প্রসঙ্গত, পরিচালক তিগমাংশু ধুলিয়ার হাত ধরে ‘ময়দান’-এর পর আবারও স্পোর্টস-ড্রামা নিয়ে ফিরছেন অজয় দেবগন। ভারতের প্রথম দলিত ক্রিকেটার পালওয়াঙ্কর বালুর জীবনী নিয়ে তৈরি হচ্ছে তাঁর আগামী ছবিটি।

 

Related Articles