বিনোদন

‘কান’-এর লাল গালিচায় ঐশ্বর্য, সিঁদুরে রাঙা সিঁথিতে অপরূপা প্রাক্তন বিশ্ব সুন্দরী

Aishwarya on the red carpet of 'Caan', the former Miss World looks gorgeous in a vermilion-painted gown

Truth Of Bengal: ‘কান চলচ্চিত্র উৎসব’ ২০২৫। এবারের ‘কান’-এ ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন বহু অভিনেত্রীরাই। শুধু অপেক্ষা ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। অবশেষে বুধবার ‘কান’-এর লাল গালিচায় হাঁটলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। প্রত্যেকবারের মতো এ বারও তাঁর সাজ-পোশাকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া।

পোশাক শিল্পী মণীশ মলহোত্রর সোনা রুপোর জরি দিয়ে কারুকাজ করা সাদা বেনারসিতে সেজেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর সাদা শাড়িটি হাতে বোনা ‘কড়ওয়া’ বেনারসি শাড়ি। সঙ্গে দুধ সাদা স্বচ্ছ টিস্যুর ওড়না। পাশাপাশি গা ভর্তি গয়না। গলায় রুবি পাথরের হার।শাড়ির সঙ্গে ৫০০ ক্যারেটের মোজাম্বিক চুনির মালা এবং একটি বড় হিরের গয়না পরেছিলেন ঐশ্বর্যা। হাতে ছিল চুনীর আংটি। তবে সব থেকে বেশি নজর কেড়েছে ঐশ্বর্যর সিঁথি ভর্তি সিঁদুর।

ঐশ্বর্য বরাবরই নিজের ভারতীয় সংস্কৃতির ফুটিয়ে তোলার চেষ্টা করেন। তাই অভিনেত্রীর কান চলচ্চিত্র উৎসবে সিঁথি ভর্তি সিঁদুরের লুক এক কথায় নজরকাড়া। অভিনেত্রীর প্রসংশায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। ঐশ্বর্যর কান যাত্রা বহুদিনের। সেই ২০০২ সাল থেকে কানের রেড কার্পেট মাতিয়েছেন তিনি। তবে এবারের লুক দেখে মুগ্ধ তাঁর অগুণিত ভক্তরা। ঐশ্বর্য তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে কান এএর নিজের বেশকয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন। এবারের কান চলচ্চিত্র উৎসব ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সে। ১৩ মে থেকে শুরু হয়েছে ‘কান চলচ্চিত্র উৎসব’, যা আগামী ১০দিন চলবে।

Related Articles