বরুণের পর এবার ‘বর্ডার ২’-র বোর্ডে দিলজিৎ, স্বাগত জানালেন সানি দেওল
After Varun, this time Diljit is on the board of 'Border 2'

Truth Of Bengal : শীঘ্রই আসতে চলেছে বহু প্রতিক্ষীত ‘বর্ডার ২’। ইতিমধ্যেই জোরকদমে চলছে তার প্রস্তুতিও। কয়েকদিন আগেই বর্ডার টিম অন-বোর্ডে পেয়েছেন বলিউড হ্যান্ডসাম হাঙ্ক বরুণ ধাওয়ানকে। এবার কাস্টিং বোর্ডে যোগ দিলেন আরও এক অভিনেতা তথা সঙ্গীতশীল্পী দিলজিৎ দোসাঞ্জ।ছবিতে তাঁকে একজন ‘ফৌজি’র চরিত্রে দেখা যাবে, যা নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার। দিলজিৎকে দলে পেয়ে অত্যন্ত খুশি ছবির কলাকুশলীরা ও বাকি অভিনেতারাও। তাঁকে দলে স্বাগত জানিয়েছেন অভিনেতা সানি দেওল।
View this post on Instagram
এদিন সোশ্যাল মিডিয়ায় একটি টিজার শেয়ার করেন সানি দেওল। টিজারটি পোস্ট করে তাঁকে স্বাগত জানিয়ে তিনি লিখেছেন, ‘সমস্ত সাহসীদের মধ্যে সবচেয়ে সাহসীরা একত্রিত হচ্ছেন সবচেয়ে বড় যুদ্ধের জন্য।’ টিজার ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, ‘ফৌজি দিলজিৎ দোসানজকে ‘বর্ডার ২’-র ব্যাটেলিয়নে স্বাগত জানাই।’দিলজিৎওটিজারটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘প্রথম গুলি শত্রু চালাবে আর শেষটা আমরা! এমন একটি শক্তিশালী টিমের সঙ্গে দাঁড়াতে পেরে এবং আমাদের সৈন্যদের পদাঙ্কে হাঁটতে পেরে সম্মানিত!’ টিজারভিডিওটিতে দিলজিৎকে বলতে শোনা যায়, ‘এই দেশের দিকে ওঠা প্রত্যেকটা নজর, ভয়ে ঝুঁকে যায়, যখন এই সীমান্তে গুরুর কাছে পাহারা দেয়।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘বর্ডার ২’ ছবির অংশ হিসেবে বরুণ ধবনও। ‘বর্ডার ২’ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জেপি দত্ত, নিধি দত্ত ও ভূষণ কুমার। অনুরাগ সিংহ পরিচালিত এই ছবি২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা।
২৭ বছর আগে বর্ডার ১ ছবিটি মুক্তি পায়, বক্স অফিসে যা ব্লকবাস্টারও হয়।মুক্তির ২৭ বছর পর১৩ জুন ২০২৪ সালে ‘বর্ডার ২’ ছবিরঘোষণা করা হয়।প্রথম ছবিতে দেখা অভিনয় করেছিলেন সানি দেওল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, পুনীত ইসার, সুদেশ বেরির মতো অভিনেতারা । স্মৃতিচারণ করে সিক্যুয়েল ঘোষণার দিন সানি দেওল জানান, ‘২৭ বছর আগে এক সৈনিক কথা দিয়েছিল যে সে ফিরে আসবে। সেই কথা রাখতেই, ভারতের মাটিকে স্যালুট জানাতে, সে ফিরছে।’