টাইগারের পর এবার পাঠান, খুনের হুমকি পেলেন শাহরুখ
After Tiger, now Pathan, Shah Rukh receives death threats

Truth Of Bengal: সলমনের পর এবার শিরোনামে শাহরুখ খান। প্রাণনাশের হুমকি দিয়ে ফোন করা হয় বলিউডের ‘বাদশা’কে। জানা যাচ্ছে, ফৈজান নামে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি এসেছে । কিং খানকে হুমকি দেওয়ার পর নড়েচড়ে বসেছে পুলিশ।
বৃহস্পতিবার সেই মর্মে এফআইআরও দায়ের করা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা থানায়। মুম্বাই পুলিশ জানিয়েছে,বান্দ্রা থানায় শাহরুখ খানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ফোন করা হয়। ফোনের অপরপ্রান্ত থেকে বলিউডের ‘বাদশা’কে উদ্দেশ্য করে ফোনে হুমকি দেওয়া হয়েছে, ‘যদি প্রাণে বাঁচতে চান, তবে কোটি টাকা দিন। অন্যথায় পরিণতি হবে ভয়ঙ্কর।’ তারপর ফোনের ওপারে থাকা ব্যক্তিটি ফোন কেটে দিয়ে তা সুইচ অফ করে দেয়।
এরপরই মুম্বাই পুলিশের তরফে মামলা দায়ের করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে নেমে মুম্বাই পুলিশের তরফে এই হুমকি দেওয়ার পেছনে উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। মুম্বাই পুলিশ তদন্তে নেমে রায়পুর রওনা দিয়েছে। এই নিয়ে ফের আর এক বার বলিউড তারকাকে খুনের হুমকি দেওয়া হল।এই পুরো ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছে , তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। উল্লেখ্য বলিউডে একের পর এক হুমকির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বিগত কিছুদিন ধরে যেভাবে মায়ানগরীকে নিশানা করা হচ্ছে, তা নিয়ে ক্রমশ উদ্বেগ ছড়াচ্ছে।