বিনোদন

বড়পর্দার পরে এবার ওটিটি দুনিয়ায় মুক্তি পেতে চলেছে ‘পারিয়া’

After the big screen, 'Paria' is going to be released in the OTT world.

The Truth Of Bengal : চলতি বছরের শুরুতেই অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ পারিয়া ‘। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে তাবড় তাবড় অভিনেতাদের।এবার ১২ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে প্রিমিয়ার হতে চলেছে এই চলচ্চিত্রটি। ছবিটির পরিচালক এবং রচয়িতা তথাগত মুখোপাধ্যায়।  এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন,  বিক্রম চট্টোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, অঙ্গনা রায় এবং অম্বরীশ ভট্টাচার্য।

প্রেক্ষাগৃহে মুক্তির পরেই দর্শকদের অগাধ ভালোবাসা এবং প্রশংসা পেয়েছে ছবিটি। একটি বিশাল কুকুর পাচারকারী চক্রকে পুলিশের হাতে তুলে দেয় গল্পের নায়ক। পথকুকুরদের প্রতি অমানবিক আচরণের বিরুদ্ধে তার লড়াই এর ছবি তুলে ধরা হয়। পরিচালক তথাগত মুখোপাধ্যায় বলেন, বছরের পর বছর ধরে প্রাণীদের প্রতি দুর্ব্যবহারের সাক্ষী তিনি। পথকুকুরদের প্রতি অমানবিক আচরণের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে চলচ্চিত্রে মাধ্যমের সাহায‍্য নিয়েছেন বলেই জানান তিনি। ‘পারিয়া’র মূল লক্ষ্য দর্শকদের ইতিবাচকভাবে প্রভাবিত করা। ‘পারিয়া’তে মানসিকভাবে কঠোর পরিশ্রম করেছেন বলে জানান বিক্রম চট্টোপাধ্যায় । অপরদিকে সৌম্য মুখোপাধ্যায় তাঁর কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে ছবির খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে।

Related Articles