বিনোদন

বড়পর্দার পর এবার ওটিটিতে ঝড় তুলতে প্রস্তুত ‘কিল’, কবে কোথায় দেখা যাবে এই অ্যাকশন থ্রিলার?

After the big screen, 'Kill' is ready to storm the OTT.

Truth Of Bengal : বড়পর্দায় জোরদার ধামাকা করার পর এবার ওটিটিতে মুক্তি পেতে চলেছে লক্ষ্য ও রাঘব অভিনীত ‘কিল’ ছবিটি। থিয়েটারে রিলিজের দুই মাস পর ওটিটিতে মুক্তি পেতে চলেছে অ্যাকশন থ্রিলার ‘কিল’। যারা সিনেমা হলে গিয়ে এই ছবি উপভোগ করতে পারেননি বা যারা দ্বিতীয় বারের জন্য ছবিটি মুঠো ফোনে আরও ভালোভাবে উপভোগ করতে চান তাঁদের জন্য আগামী ৬ সেপ্টেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে। ইনস্টাগ্রামে একটি মোশন ভিডিয়ো পোস্ট করে এই খবরটি জানিয়েছে ডিজনি প্লাস হটস্টার।

ছবির গল্প, পরিবেশনা এবং ছবিতে অভিনেতাদের অসাধারণ অভিনয় দক্ষতা এবং সর্বোপরি ছবিতে যে ভায়োলেন্স ও অ্যাকশন সিক্যুয়েন্স দর্শকদের নিজেদের সিটে ধরে রাখে। প্রত্যেকটি দৃশ্যে যে একের পর এক চমক দর্শকদের মনোযোগও বজায় রাখতে সাহায্য করে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নেন লক্ষ্য। তাঁর বিপরীতে অভিনয় করেন তানিয়া মানিকতলা। ছবিতে দুজনের কেমিস্ট্রি দর্শকরা বেশ পছন্দ করেন। তার চেয়েও বেশি ছবিতে যিনি নজর কেড়েছেন তিনি হলেন রাঘব জুয়াল। প্রসঙ্গত এই ছবির মাধ্যমেই প্রথমবারের জন্য ভিলেনের চরিত্রে অভিনয় করতে দেখা রাঘবকে। তাঁর অসাধারণ অনবদ্য অভিনয়ের দক্ষতা অবাক করে দর্শকদের।

রাঘব নিজের চরিত্র এবং ছবিটি নিয়ে বলতে গিয়ে জানান, “কিল-এর অডিশন থেকে শুরু করে লক্ষ্যের সঙ্গে শুটিং পর্যন্ত, ছবির জন্য আমার পুরো জার্নিটা মজার ছিল। যেমন, আমি সবসময় বলেছি আমি কখনোই কঠোর পরিশ্রম করতে পিছপা হইনি। কিলের মাধ্যমে আমি বিশ্বকে বলার সুযোগ পেয়েছি যে। আমিও অভিনয় করতে পারি, এবং একটি নেতিবাচক ভূমিকা পালন করা সবসময়ই একটি বড় দায়িত্ব যার জন্য লক্ষা এবং আমি একসঙ্গে অনেক শারীরিক প্রশিক্ষণ করেছি।”

নিখিল নাগেশ ভাট পরিচালিত এই ছবি ২০২৩ সালে টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম প্রিমিয়ার করা হয়েছিল। ৫ জুলাই ২০২৪ সালে সারা ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কিল’। হিরু যশ জোহর, করণ জোহর , অপূর্ব মেহতা, গুনীত মঙ্গা কাপুর এবং অচিন প্রযোজিত ধর্মা প্রোডাকশন এবং শিখ্যা এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি হয় এই অ্যাকশন-থ্রিলারটি এবং আগামী ৬ সেপ্টেম্বর থেকে ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে।

Related Articles