বিনোদন

অনন্যা অতীত সারাতে মজেছে মন, বি-টাউনে নতুন প্রেমের গুঞ্জন

Aditya-Sara

The Truth of Bengal: বি টাউন মানেই প্রেমের গুঞ্জন আর তার সাথেই পরিপূরক ব্রেক আপ। প্রতিদিনই শোনা যায় অভিনেতা অভিনেত্রীদের প্যাচ আপ আর ব্রেক আপের গসিপ। এখন গসিপ দুনিয়া রীতিমতো গরম করেছে আদিত্য অনন্যার ব্রেকআপ আর সারা আদিত্যর ঘনিষ্ঠতা। আর তার সঙ্গে যদি একটু আধটু ভিডিও ভাইরাল হয় ,ব্যস নেটিজেন দের পৌষমাস।

বলিউডের হট কপলের তালিকায় একদম উপরের দিকে ছিল আদিত্য-অনন্যার নাম। আম্বানিদের ছেলের প্রাক-বিয়ের অনুষ্ঠানেও চর্চিত প্রেমিকের বাহুলগ্না হয়ে দেখা মিলেছিল চাঙ্কি কন্যার। কিন্তু গত কয়েকদিনে বদলে গিয়েছে সম্পর্কের সমীকরণ। 2 বছর সম্পর্কে থাকার পর ১ মাস আগে ব্রেক আপ করেছেন, এই খবরে যখন নেট পাড়া সিলমোহর দেয়নি তখন আরেক খবর। অনন্যা পান্ডের সঙ্গে আদিত্য রায় কাপুরের ব্রেকআপ নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে অভিনেতার একটি ভিডিও ভাইরাল হচ্ছে। যেখানে সারা আলি খানকে দেখা গিয়েছে আদিত্য রায় কাপুরের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে৷ পরিচালক অনুরাগ বসুর জন্মদিন উদযাপন করতে। অনুরাগের আগামী ছবি মেট্রো ইন দিনো-তে কাজ করছেন দুজনেই। তাই তাঁরা জন্মদিন পার্টিতে নিমন্ত্রিত ছিলেন। কাছের বন্ধুদের নিয়ে পার্টি করেছেন অনুরাগ। সেখানেই সারা-আদিত্যর ভিডিয়ো ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা।জন্মদিনের পার্টিতে দুজনের বডি ল্যাঙ্গুয়েজ থেকে মনে হয়, তাঁদের মধ্যে সম্পর্ক অনেক গভীরে গেছে। আবার অন্যদিকে  সারা আলি খান এবং অনন্যা পান্ডের মধ্যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে। ভাল বোনের সম্পর্ক ভেঙে গেল কি না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৯ নভেম্বর বিগ স্ক্রিনে মেট্রো ইন দিনো নিয়ে আসছেন পরিচালক অনুরাগ বসু। আদিত্য রয় কপুর স্টার কাস্টের কোলাজ শেয়ার করে ছবি মুক্তির দিনক্ষণ জানিয়ে ক্যাপশনে লিখেছেন,’শহরতলিতে এমন রোম্যান্স আগে কখনও দেখেননি। সকলে তৈরি হয়ে যান। আগামী ২৯ নভেম্বর আসছে মেট্রো ইন দিনো।’ তবে এই মুহূর্তে অন স্ক্রীন রোমান্সের থেকে অফ স্ক্রীন রোমান্সের জল্পনায় যে ভক্তরা বেশি মজেছে টা আর বলার অপেক্ষা রাখে না।

Related Articles