সামান্থার সাথে বিচ্ছেদের পরই প্রেম, আজই বাগদান পর্ব সারছেন নাগা ও শোভিতা
After breaking up with Samantha, Naga and Shovita got engaged today

The Truth Of Bengal: গত কয়েক বছর ধরেই তেলুগু অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমের গুঞ্জন ওঠে।তবে শোনা যাচ্ছে, ৮ ই আগস্ট, বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের বাগদান হতে চলেছে। সূত্রের খবর, তাঁদের বাগদানের অনুষ্ঠানটি খুবই ব্যক্তিগত এবং অন্তরঙ্গ হবে এবং সন্ধ্যায় নাগার্জুনের বাড়িতেই অনুষ্ঠানটি হবে।
নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালার প্রেম: এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিয়ে করেছিলেন নাগা।একসময় এরা দুজন পাওয়ার কাপল হিসেবেই সকলের কাছে পরিচিত ছিল।তবে শেষমেশ তাঁদের বিবাহ জীবনে ইতি টানতে দেখা যায়।২০২১ সালে সামান্থা আর নাগা তাঁরা দুজনেই তাঁদের বিবাহ বিচ্ছেদের খবর সামনে আনেন।আর তখন থেকেই নাকি ৩৭ বছরের নাগা ও ৩২ বছরের শোভিতা একে অপরের সাথে ডেট করার খবর প্রকাশ্যে আসে।তাছাড়াও শোভিতাকে নাগার পরিবারে সকলের পছন্দ হবার কথাও সামনে এসেছে,।এমনকি একটি সিনেমার অনুষ্ঠানে নাগার্জুন তাঁর হবু পুত্রবধূ সম্পর্কে একটি কথাও বলেছিলেন, ‘ও খুব ভাল ছিল (ছবিতে)। মানে, আমার এভাবে বলা উচিত নয় হয়তো, তবে তিনি ছবিতে হট ছিলেন। তার মধ্যে এমন কিছু আছে যা খুব আকর্ষণীয়।’ তবে নাগা ও শোভিতার বাগদানের কথা প্রকাশ পেতেই, সোশ্যাল মিডিয়ায় তা নিমেশের মধ্যেই ভাইরাল হয়ে যায়।নাগা চৈতন্য এবং শোভিতা ২০২৪ সালের শেষের দিকে গাঁটছড়া বাঁধতে পারেন বলে জানা যাচ্ছে।
নাগা-সামান্থার বিয়ে ও ডিভোর্স: এদিকে বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’ সিরিজের প্রচারে ব্যস্ত সামান্থা। সামান্থা এবং নাগা চৈতন্য ২০১৭ সালের ৬ এবং ৭ ই অক্টোবর গোয়ায় গাঁটছড়া বেঁধেছিলেন। তবে সেই বিয়ে বেশিদিন টেকসই হয়নি।মাত্র চার বছর স্থায়ী হওয়ার পরেই ২০২১ সালের অক্টোবরে তাঁদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়।