হার্দিকের সাথে বিচ্ছেদের পর একাই ছেলের জন্মদিন পালন নাতাশার, জন্মদিনের ছবি পোস্ট করে কি লিখলেন?
After breaking up with Hardik, Natasha celebrated her son's birthday alone, what did she write by posting birthday pictures?

The Truth Of Bengal: ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার সঙ্গে সার্বিয়ান অভিনেত্রী-মডেল নাতাশা স্ট্যানকোভিচ বিচ্ছেদ ছিল সময়ের অপেক্ষা।তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিচ্ছেদের পর নাতাশা স্ট্যানকোভিচ ছেলে অগস্ত্যকে নিয়ে একাই ফিরে গিয়েছেন নিজ দেশে।দেশে ফিরে সেখানেই একমাত্র সন্তানের জন্মদিন পালন করতে দেখা গেল তাঁকে।অপরদিকে ছেলের জন্মদিনের দিন একাই মন খারাপের সাথে সময় কাটালেন বাবা হার্দিক।
ছেলে অগস্ত্যের সাথে সময় কাটানোর ছবি পোস্ট করলেন নাতাশা ইতিমধ্যে বাবা ছাড়াই ছেলের সাথে জন্মদিনের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাতাশা। ছেলের কাঁধে হাত রেখে তোলা ছবি পোস্ট করতে ভোলেননি অভিনেত্রী-মডেল। আরেকটি ছবিতে মা ও ছেলের একসঙ্গে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকার ছবি সামনে এসেছে।আবার আরেকটিতে দেখা যাচ্ছে, মা ও ছেলে একে অপরের কাঁধে মাথা ভর করে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন গাড়ির মধ্যেই। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার বুবা তুমি আমার জীবনে শান্তি, ভালোবাসা ও আনন্দ এনেছ। আমার সুন্দর ছেলে। তুমি এত আশীর্বাদ, এত মিষ্টি এবং দয়ালু… সবসময় এভাবেই থেকো… আমি এই পৃথিবীকে তোমার দয়ালু আত্মাকে পরিবর্তন করতে দেব না। আমি সব সময় আপনাদের পাশে থাকব। আমি তোমাকে ভালোবাসি। -মাম্মা’।
অপরদিকে বাবা হার্দিক ছেলের জন্মদিন একা কাটালেও মঙ্গলবার ইনস্টাগ্রামে ছেলের জন্মদিন উপলক্ষে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যার মধ্যে দিয়ে ছেলের থেকে আলাদা থাকার যন্ত্রণা প্রকাশ পেয়েছে এবং ছেলের জন্মদিনের বিশেষ দিনে অগস্ত্যে কে উদ্দেশ্য করে বলেছেন,‘তুমি আমাকে প্রতিটা দিন চালিয়ে যাও। শুভ জন্মদিন আমার দুষ্টুমির সঙ্গী, আমার পুরো হৃদয়, আমার আগুন, তোমাকে শব্দের বাইরে ভালবাসি।’ ‘৪ বছর একসঙ্গে থাকার পর, হার্দিক ও নাতাশা বিচ্ছেদের মতো বড় সিদ্ধান্ত নিয়েছেন।তবে ছেলের দায়িত্ব তারা যৌথ ভাবেই পালন করবে বলে জানান তাঁরা।