বিনোদন

‘দ্য লায়ন কিং’ ছবিতে ১১ বছর বয়সে অ্যাব্রামের বড় ব্রেক, কণ্ঠ দিতে দেখা গেল আরিয়ানকেও

Abram's big break at the age of 11 in the film 'The Lion King', Aryan was also seen giving voice

The Truth Of Bengal: শাহরুখ ভক্তদের জন্য আসতে চলেছে দারুণ খবর। ‘মুফাসা: দ্য লায়ন কিং’  ছবিতে  কণ্ঠ  দিতে দেখা যাবে বলিউড বাদশাকে। ‘দ্য লায়ন কিং’ ছবিতে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খান নেপথ্য কণ্ঠ দিয়েছিলেন। আর এবার এই পর্বে ‘কাহানি মে টুইস্ট’! এবার ‘দ্য লায়ন কিং’য়ের প্রিক্যুয়েলে নেপথ্য কণ্ঠ দিয়েছে শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র অ্যাব্রাম।

মাত্র ১১ বছর বয়সে অ্যাব্রামের যে এটা একটা বড় ব্রেক তা বলার অপেক্ষা রাখে না। আর এই খবর সামনে আসতেই আনন্দে আত্মহারা হতে দেখা গেল কিং খানের ভক্তদের। ভক্তরা মনে করেছিলেন ডিজনি ক্লাসিকে  বোধ হয় বাদশাকে পাওয়া যাবে। যদিও এই নিয়ে একটা শব্দও উচ্চারন করতে দেখা গেল না বাদশাকে। তবে এরই মধ্যে প্রকাশ্যে  এলো বাদশার সেই ট্রেলার।

এর আগে  ২০১৯ সালে ‘দ্য লায়ন কিং’ ছবিতে ডাবিং করে  বলিউড বাদশা  অনুরাগীদের  চমকে দিয়েছিলেন। দেশের বক্স অফিসে  ওই ছবি কিছুদিনের মধ্যেই সাড়া ফেলে দিয়ে ১৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। শুধু তাই নয়, আরিয়ান খানও  সেই ছবিতে ‘সিম্বা’ চরিত্রে কণ্ঠ দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন। তবে অনুরাগীরা প্রিক্যুয়েলে অ্যাব্রামের কণ্ঠ শোনার আবদার  করেছিলেন আর তাই ভক্তদের জন্য ছোট্ট মুফাসার নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে অ্যাব্রামকে নিয়ে এলেন ডিজনি এবং শাহরুখ।

‘মুফাসা’র রাজা হয়ে ওঠার নেপথ্যের গল্প যে এবার সিনেপর্দায় জমে উঠবে, টা বলাই বাহুল্য। এই  বছরই ২০ ডিসেম্বরে  বড়দিনের উপহার হিসেবে  দর্শকদের জন্য মুক্তি পেতে চলেছে  ‘মুফাসা: দ্য লায়ন কিং’।  যেখানে বাবা-দাদা শাহরুখ-আরিয়ানের মতো কণ্ঠশিল্পী হিসেবে থাকছে অ্যাব্রাম। খুদে মুফাসার গল্প বলবে সে। হিন্দি সংস্করণের ট্রেলারে ইতিমধ্যেই তার মিষ্টি কণ্ঠে মন  মেতেছে সিনেপ্রেমীদের। প্রশংসায় ভরিয়ে দিয়ে তাঁদের মন্তব্য, “ওর রক্তেই তো শিল্প রয়েছে।” এবারেও আরিয়ান খানকে সিম্বার কণ্ঠশিল্পী হিসেবে  ধরা দিতে দেখা যাবে।

 

 

 

Related Articles