সম্পর্কে বাড়ছে দূরত্ব? একের পর এক পোস্ট করে জল ঢাললেন অর্জুন
About growing distance? Arjun poured water by posting one after another

The Truth Of Bengal: টলি পাড়ায় একেরপর এক সম্পর্কের বিচ্ছেদের খবর সামনে এসেছে। এর আগে যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের কথা সামনে আসার পর অর্জুন চক্রবর্তীর দাম্পত্যেও নাকি দূরত্ব বাড়ছে বলে জল্পনা ছড়িয়েছে। অর্জুন ও তাঁর স্ত্রী সৃজা চক্রবর্তীর মাঝে তৃতীয় ব্যক্তি ঢুকে পড়েছিল বলে শোনা গেলেও এবার সেই জল্পনায় জল ঢেলে দিলেন দম্পতি।
ইতিমধ্যেই সমাজমাধ্যমে অর্জুন তাঁর স্ত্রীর সাথে একটি সোহাগী ছবি পোস্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে স্ত্রী সৃজার সাথে সবকিছু ঠিক ভাবেই এগোচ্ছে। এছাড়াও বন্ধুত্ব দিবসেও স্ত্রীর সঙ্গে বন্ধুত্বের কথা মনে করিয়ে দিতে স্ত্রী সৃজার সাথে তাঁর ছবি পোস্ট করে স্পষ্ট করে দিয়েছেন তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্কে বন্ধুত্বও বজায় রেখে চলেছেন।তাঁদের প্রেমের সুত্রপাত শুরু হয় স্কুলজীবন থেকে।
View this post on Instagram
২০১৬ সালে পেশায় মডেল সৃজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অর্জুন। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অর্জুন পরস্পরের হাত শক্ত করে ধরে রেখে সমাজমাধ্যমে একের পর ছবি পোস্ট করে কার্যত তাঁদের সম্পর্কের ভাঙ্গনে জল ঢেলে দিলেন। বন্ধুত্ব দিবসের পোস্টে অর্জুন লিখেছেন, “সত্যি আমার জীবনকে সহজ করে তোলার জন্য এই মানুষগুলো বা এই বন্ধুদের অবদান রয়েছে।আমার জীবনকে যেমন আনন্দে ভরিয়ে তুলেছেন এই বন্ধুরা ঠিক তেমনই আবার খারাপ সময়গুলো সহজে পার করতে পেরেছি এঁদেরই জন্যই। আমার ভালোর কথা ভেবে ওঁরা আমার সমালোচনা করতেও সঙ্কোচ বোধ করেন না। আবার ওঁরাই আমায় প্রশংসায় ভরিয়ে দেন।” এছাড়াও স্ত্রীর জন্য একটি পোস্ট করে তিনি লিখেছেন,“এজি স্কুলের ক্যাম্পাস থেকে বর্তমানে আমরা এক মিষ্টি মেয়ের বাবা-মা।”