বিনোদন
Trending

সুহানা-অগস্ত্যকে ঘুরতে নিয়ে যাচ্ছেন অভিষেক, তবে কি সম্পর্কের জল্পনায় সিলমোহর!

Abhishek is taking Suhana-Agastya for a walk, but what is the seal in the relationship speculation!

The Truth Of Bengal: বি-টাউনে আবারও প্রেমের গুঞ্জন। বি টাউনে  কান পাতলে শোনা যায় সুহানা খান ও অগস্ত্য নন্দা নাকি সম্পর্কে আছে।তবে প্রকাশ্যে এই বিষয়ে দুই স্টারকিড কিছু জানায় নি। তবে প্রকাশ্যে এই প্রেম স্বীকার না করলেও, গোপনে কিন্তু এই দুজনের দেখা-সাক্ষাৎ নিয়ে চর্চা চলতেই থাকে। এবার এই এই চর্চায়  যুক্ত হল অগস্ত্যর ‘মামু’ অভিষেক বচ্চনের নাম। সম্প্রতি একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে,সুহানা-অগস্ত্যকে নিয়ে গাড়ি করে কোথাও যাচ্ছিলেন অভিষেক।

উল্লেখ্য, বলিউডে পা রাখার আগে থেকেই গুঞ্জনে ছিল শাহরুখ খানের আদরের মেয়ে সুহানা ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার প্রেমের গল্প। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই ভাইরাল হত দুজনেই। প্রসঙ্গত জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমায় একসঙ্গে কাজ করেন সুহানা-অগস্ত্য।  এই সিনেমার পর থেকে তাদের প্রেমের জল্পনা আরও জোরদার হয়। এই সিনেমার পর থেকে বারংবার একসঙ্গে সময় কাটাতে দেখা যায় দুই স্টারকিডকে। অপরদিকে বচ্চন পরিবারের অশান্তির জল্পনা নিত্যদিন শোনা যায়। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে নাকি একেবারে বনিবনা নেই অভিষেকের স্ত্রী ঐশ্বর্যর।

এমনকি আম্বানিদের অনুষ্ঠানেও অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক, শ্বেতারা একসঙ্গে গিয়েছিলেন। ঐশ্বর্যকে আলাদা যেতে দেখা যায় মেয়ের সঙ্গে। যদিও অন্দরমহলের ভিডিওতে অভিষেক-ঐশ্বর্যকে পাশাপাশিই বসতে দেখা গিয়েছে। তবুও অশান্তির জল্পনা যেন কিছুতেই থামে না। তবে এত কিছুর মাঝেও অগস্ত্য ও সুহানার সম্পর্ক নিয়ে সবাই খুশি। সম্প্রতি এক সাথে দেখা গিয়েছিল সুহানা-অগস্ত্যকে। সেইখানে সুহানা-অগস্ত্যকে একসাথে দেখার সাথে সাথে দেখা মিলেছিল অভিষেককেও। যা দেখে, নেটিজেনরা মনে করছে অগস্ত্যর  ‘মামু’ই যেন অগস্ত্যর প্রেমরথের চালক। উল্লেখ্য, কিছুদিন আগেই জানা গিয়েছে, শাহরুখ খানের ‘কিং’ সিনেমার ভিলেন হচ্ছেন অভিষেক। এই ছবির পরিচালনা করছেন সুজয় ঘোষ। সূত্রের খবর এই ছবির মধ্যে দিয়েই বাবার সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন সুহানা।

 

Related Articles