বিনোদন

বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অভিষেক বচ্চন, কি হয়েছিল?

Abhishek Bachchan escaped a major accident, what happened?

Truth Of Bengal: অল্পের জন্য প্রাণে বাঁচলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। সম্প্রতি ছিল ‘হাউসফুল ৫’ সিনেমার ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। আর সেখানেই বড়সড় দুর্ঘটনার  সম্মুখীন হয়েছিলেন অভিষেক বচ্চন। তবে অল্পের জন্যে রক্ষা পেয়েছেন অভিনেতা।

সূত্রের খবর, ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদের একাংশ। যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে কিছুই হয়নি অভিনেতার। তড়িঘড়ি অভিষেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অভিষেককে ঘিরে রয়েছেন টিমের সদস্যরা। ভেঙে পড়া ছাদের অংশের দেখিয়ে তিনি সকলের সঙ্গে কথা বলছেন। যদিও অভিষেক বচ্চনের সতর্কবাণীতে কারও আঘাত লাগেনি। অভিনেতা নিজেও সুস্থ রয়েছেন। তবে এই দুর্ঘটনার পর থেকেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে ছাদের অংশ ভেঙে পড়ল? সেই প্রশ্ন উঠছে। তবে এই দুর্ঘটনা ঘটলেও সুস্থ ভাবেই সম্পন্ন হয় ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।

মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার। রোমান্স, কমেডিতে ভরপুর ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার মন ও কেড়েছে সকলের। আগামী ৬ জুন মুক্তি পাচ্ছে ‘হাউসফুল ৫’।