বিনোদন

অমিতাভের মুকুটে জুড়ল নয়া পালক, কী পুরস্কার পাচ্ছেন তিনি ?

A new feather added to Amitabh's crown, what award is he getting?

The Truth Of Bengal : চলতি বছর বিগ বি পেতে চলেছেন লতা দীনানাথ মঙ্গেশকর পুরস্কার। মঙ্গেশকর পরিবারের তরফ থেকে মঙ্গলবারই এই ঘোষণা করা হয়েছে। ২০২২ সালে প্রয়াত হয়েছিলেন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। এই বর্ষীয়ান গায়িকার মৃত্যুর পর তাঁর পরিবার এবং ট্রাস্ট গায়িকার স্মৃতিতে এই পুরস্কার চালু করে।

দেশ ও সমাজ এবং মানুষের কল্যাণে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। গত বছর থেকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথমবার এই পুরস্কারে সম্মানিত করা হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তবে এবার এই পুরস্কার পচ্ছেন বিগ বি। অমিতাভ বচ্চন ছাড়াও এবার ভারতীয় সঙ্গীতে অবদানের জন্য অস্কারজয়ী সঙ্গীত শিল্পী এ আর রহমান মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কার পাবেন।

প্রবীণ অভিনেতা অশোক সরফ এবং পদ্মিনী কোলাপুরি সিনেমায় তাঁদের অবদানের জন্য মাস্টার দীনানাথ মঙ্গেশকর পুরস্কারে সম্মানিত হবেন। দীনানাথ মঙ্গেশকরের মৃত্যু বার্ষিকীতে এই পুরস্কার গ্রহণ করবেন সিনিয়র বচ্চন। এই সম্মান পাওয়ায় স্বাভাবিকভাবে বেশ উচ্ছ্বসিত ৮১ বছরের এই বর্ষীয়ান অভিনেতা।

Related Articles