A গ্রেডেড ভায়োলেন্স! অ্যানিমেলের ট্রেলারে রক্তস্নাত রণবীর কাপুরকে দেখে বিস্মিত সকলে

রণবীর কাপুরের নতুন ছবি অ্যানিমেলের ট্রেলার প্রকাশিত হয়েছে। ট্রেলারটিতে দেখা গেছে, রণবীর কাপুরের চরিত্রটি তার প্রাণাধিক প্রিয় বাবার ওপর হামলার প্রতিশোধ নিতে হিংস্র হয়ে উঠেছে।
ট্রেলারে দেখা যায়, রণবীর কাপুরের চরিত্রটি তার বাবার প্রতি গভীর ভালোবাসা অনুভব করে। কিন্তু বাবার কঠোর শাসন ও অবহেলার কারণে তার জীবনে নেমে আসে বিপর্যয়। তার প্রিয়জনদের হত্যা করা হয়। এরপর সে প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে।
ট্রেলারটিতে রণবীর কাপুরের অ্যাকশন দৃশ্যগুলো বেশ চমৎকার। তিনি এই ছবিতে একদম ভিন্ন অবতারে ধরা দিয়েছেন। ট্রেলারটি প্রকাশের পরপরই নেট দুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। দর্শকরা এই ছবির জন্য উন্মুখ হয়ে উঠেছেন।
অ্যানিমেলের পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এই ছবিতে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এছাড়াও অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, রবি গুপ্তা, তৃপ্তি ডিমরি, সৌরভ সচদেব প্রমুখ।
অ্যানিমেল আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে। বাণিজ্য বিশ্লেষকরা মনে করছেন, অ্যানিমেল ও ভিকি কৌশলের শ্যাম বাহাদুর একই দিনে মুক্তি পাওয়ায় বক্স অফিসে এক সুনামি দেখা যেতে পারে।