১১ দিনে ১০ কোটি আয়, বক্স অফিসে ঝড় ‘খাদান’-র
10 crores in 11 days, 'Khadan' storms the box office

Truth Of Bengal: বক্স অফিসে বাজিমাত ‘খাদান’ এর। ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে মাল্টিস্টারার ছবি ‘খাদান’। আর মুক্তির মাত্র ১১ দিনেই ১০ কোটি ছাড়িয়ে গেল ছবির আয়। এর আগে কোনো বাংলা সিনেমা ১১দিনে ১০ কোটি আয় করতে পারেনি।
অর্থাৎ, বাংলার বক্স অফিসে রেকর্ড গড়ল ‘খাদান’। প্রত্যেকদিনই বাড়ছে ছবির ব্যবসা। দেদার বিকোচ্ছে টিকিট। ইতিমধ্যেই ১ জানুয়ারির বেশিরভাগ শো এখন হাউজফুল। সব মিলিয়ে বছরের শেষ আর শুরুতে ছবির ব্যবসা বাড়বে আরও কয়েক গুণ। ‘খাদান’ ছবি দিয়েই প্রায় ১০ বছর পর পুরোদস্তুর কমার্শিয়াল ছবিতে ফিরলেন দেব। চেনা গদে দেবকে দেখতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত দর্শকরা।
উল্লেখ্য, মুক্তির দিনই বক্স অফিসে ১ কোটির ব্যবসা করেছিল দেব-যিশু অভিনীত খাদান। নতুন বছরে এই ছবির ব্যবসা যে ফুলে ফেঁপে উঠবে বলাই যায়। ‘খাদান’ ছবি দেখে দর্শকরা উন্মাদনায় ভাসছে। স্বাভাবিকভাবেই দর্শকদের ছবি নিয়ে এত সারা পেয়ে আপ্লুত দেব নিজেও। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ধন্যবাদ ও জানিয়েছেন ‘রাজার রাজা’। এখন দেখার সময়ের সঙ্গে সঙ্গে বক্স অফিসে কত কোটির ব্যবসা করে দেব-যিশু অভিনীত এই ছবি।