বিনোদন

৫০ দিন পূর্ণ করল প্রধান, তবুও কেন মন খারাপ সৌমিতৃষার?

 

দেব অভিনীত ‘প্রধান’ ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। ইতিমধ্যেই ছবিটি ৫০ দিন পার করে ফেলেছে। এই সাফল্য উদযাপন করতে সম্প্রতি একটি পার্টির আয়োজন করা হয়েছিল।

সৌমিতৃষা কুণ্ডু যিনি এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করেছেন, তিনিও এই পার্টিতে উপস্থিত ছিলেন। তিনি অল ব্ল্যাক লুকে ঝলমল করছিলেন।

তবে, এই আনন্দের মাঝেই সৌমিতৃষার মন খারাপের কারণও ছিল। কিছুদিন আগে এক ফটোশ্যুটের সময় তিনি পায়ে আঘাত পান। এর ফলে তাকে টানা ১১ দিন ঘরে বন্দি থাকতে হয়েছে।

সৌমিতৃষা জানান, “পায়ের ব্যথার কারণে আমি দমবন্ধ হয়ে যাচ্ছিলাম।” তবে, এখন তিনি ভালো আছেন।

Related Articles