বিনোদন
স্মরণসভায় গিয়ে হাসছেন! কেমন মানুষ আপনি? সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে সানি দেওল

বলিউডের বর্ষীয়ান পরিচালক রাজকুমার কোহলির মৃত্যুতে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ। শুক্রবার প্রয়াত হন তিনি। রবিবার পরিবারের তরফে তাঁর স্মরণসভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা, যার মধ্যে ছিলেন সানি দেওলও।
স্মরণসভায় বিন্দু দারা সিংহের সঙ্গে কথা বলতে গিয়ে হাসতে দেখা গিয়েছে সানিকে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনা। নেটিজেনদের একাংশের মতে, একজন প্রিয়জনের মৃত্যুতে স্মরণসভায় হাসিহাসি মুখে থাকা ঠিক নয়। তারা সানির এমন আচরণের নিন্দা করেন।
অন্যদিকে, সানির সমর্থনেও অনেকে সরব হয়েছেন। তারা বলেন, সানি হয়তো বিন্দুর সঙ্গে কোনও মজার স্মৃতি শেয়ার করছিলেন। তাই তিনি হাসিখুশি ছিলেন। সানি দেওল এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।