স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর বিরুদ্ধে গুরুতর চক্রান্ত করছে মুখার্জি পরিবার! তাদের বাঁচাতে ফিরে এলো কৌশিকী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর বিরুদ্ধে গুরুতর চক্রান্ত করছে মুখার্জি পরিবার।
গত পর্বে দেখা যায়, কৌশিকী জালচক্রের গাড়িগুলো বের করার জন্যই নির্দেশ দিয়েছে। এই কথা শুনে রাজনাথ তার স্ত্রী বৈদেহীকে খুবই রাগান্বিত হন। তিনি কৌশিকীকে শাসন করার চেষ্টা করেন। কিন্তু উৎসব তার বাবাকে শাট আপ বলে ডাকে। এই কথা শুনে রাজনাথ খুবই হতাশ হন।
এই ঘটনার পর জগদ্ধাত্রী মুখার্জি পরিবারে ঝামেলার সৃষ্টি হয়। জগদ্ধাত্রী রাজনাথকে বলেন, তিনি কৌশিকীকে শাসন করতে চান। কিন্তু রাজনাথ জগদ্ধাত্রীকে বাধা দেন। তিনি বলেন, কৌশিকী তার মেয়ে। তাই তিনি তাকে শাসন করতে পারবেন না।
জগদ্ধাত্রী মনে করেন, মুখার্জি পরিবারের কেউ কেউ এই ঘটনার পেছনে রয়েছে। তিনি এই রহস্য উদঘাটন করার চেষ্টা করছেন।
অন্যদিকে, বৈদেহী স্বয়ম্ভুকে ছেলে হিসাবে মানতে রাজি হয়েছেন। কিন্তু তিনি জগদ্ধাত্রীকে বলেছেন, যদি তিনি পরিবারের সকলকে একসঙ্গে রাখতে না পারেন তাহলে তিনি বেরিয়ে যাবেন।