বিনোদন
রোহিত কি পারবে ফুলকিকে বুঝতে? নাকি চিরতরে ভেঙে যাবে দু’জনের সম্পর্ক?

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জয়জয়কার”-এ রোহিত এবং ফুলকির সম্পর্ক নিয়ে নতুন মোড় এসেছে। বক্সিং ম্যাচে লড়তে গিয়ে ফুলকির বিপদ হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রোহিত তার উপর রাগ করে বাড়ি থেকে চলে যায়।
রোহিত ফুলকির উপর রাগ করে কারণ ফুলকি তাকে তার জীবনের আসল সত্যি বলেনি। ফুলকির বাবা একজন বক্সিং কোচ। কিন্তু ফুলকি তার বাবার বিরুদ্ধে লড়াই করে বক্সিংয়ে সাফল্য অর্জন করেছে। ফুলকি এই সত্যি রোহিতকে জানায়নি।
রোহিত ফুলকিকে ফিরিয়ে আনার জন্য তার বাপের বাড়িতে যায়। কিন্তু ফুলকি তাকে দেখেও রাগ করে কথা বলে। শেষ পর্যন্ত রোহিত ফুলকিকে নিয়ে একটা ভাঙ্গা বাড়িতে নিয়ে যায়। সেখানে সে ফুলকিকে বন্দুক ঠেকায়।
এই পরিস্থিতিতে, রোহিত কি পারবে ফুলকিকে বুঝতে?