বিনোদন
রাজনাথ কেন মল্লিকাদেবীকে মারতে চায়? কিছুটা হলেও আন্দাজ করতে পারছে জগদ্ধাত্রী

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত পর্বে দেখা যায়, জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস রহস্যের জালভেদ করতে গিয়েই তার মধ্যে মল্লিকা দেবী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দেখার জন্যই জগদ্ধাত্রী সেখানে উপস্থিত হয়েছে।
জগদ্ধাত্রী রহস্যের জাল ভেদ করার জন্য মল্লিকা দেবীর সাথে কথা বলেন। মল্লিকা দেবী জানান, তিনি বারান্দায় পায়ের ছাপ দেখেছিলেন। কিন্তু সেই পায়ের ছাপ কার ছিল তা তিনি নিশ্চিত নন।
জগদ্ধাত্রী বারান্দায় পায়ের ছাপ পরীক্ষা করেন। তিনি দেখেন, সেই পায়ের ছাপ পুরুষের। তিনি সেই পায়ের ছাপের সাথে অন্য পায়ের ছাপের মিল খোঁজার চেষ্টা করেন।
অবশেষে, জগদ্ধাত্রী সেই পায়ের ছাপের সাথে মল্লিকা দেবীর স্বামীর পায়ের ছাপের মিল খুঁজে পান। তিনি বুঝতে পারেন, মল্লিকা দেবীর স্বামীই তাকে গুলিবিদ্ধ করেছেন।