রশ্মিকা মন্দনার ডিপফেক ভিডিও ছড়িয়েছিল কারা? পুলিশের জালে চার

গত নভেম্বর মাসে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার ‘ডিপফেক’ ভিডিয়ো। ওই ভিডিয়োতে দেখা যায়, রশ্মিকা মন্দনা ‘আপত্তিকর’ অবস্থায় রয়েছেন। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর রশ্মিকা মন্দনা এবং তাঁর অনুরাগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ভিডিয়োটি তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন রশ্মিকা মন্দনা এবং তাঁর অনুরাগীরা। দিল্লি পুলিশও ভিডিয়োটি তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে।তদন্তে দিল্লি পুলিশ জানতে পারে যে, ওই ভিডিয়োটি তৈরি করেছে বিহারের এক কিশোর। ওই কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বার দিল্লি পুলিশের জালে পড়েছে চার সন্দেহভাজন। পুলিশের প্রাথমিক ধারণা, ওই চার জনই নাকি প্রথম সমাজমাধ্যমের পাতায় অভিনেত্রীর ওই আপত্তিকর ভিডিয়ো আপলোড করেন।পুলিশের ধারণা, ওই চার সন্দেহভাজন ভুয়ো পরিচয়ের মাধ্যমে ওই ভিডিয়ো সমাজমাধ্যমে আপলোড করেন। তবে, তাঁরা ভিডিয়োটি তৈরি করেননি।
পুলিশ ওই চার সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।
রশ্মিকা মন্দনাও ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “আমার মুখ বসানো যে ডিপফেক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়, তা নিয়ে কথা বলতে গিয়েও আমার খারাপ লাগছে। এই ঘটনা আমার কাছে যতটা যন্ত্রণার, ততটাই ভয়েরও। কোনও প্রযুক্তির যে এমন অপব্যবহার হতে পারে, তা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে। বিশেষ করে তাঁদের জন্য, যাঁরা সব সময় ক্যামেরার সামনে থাকেন। আজ আমার পাশে আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষীরা আছেন। কিন্তু স্কুল-কলেজে পড়ুয়া হিসাবে থাকাকালীন এমন ঘটনা ঘটলে আমি পরিস্থিতি সামলাতে পারতাম না। আমাদের সকলের উচিত একজোট হয়ে এই বিষয় নিয়ে কথা বলা।”