মেহেন্দির চক্রান্তের বিরুদ্ধে পাল্টা চাল দিল জগদ্ধাত্রী!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রীর গত পর্বগুলো বেশ উত্তেজনাপূর্ণ ছিল। জগদ্ধাত্রী এবং কৌশিকী একসাথে কৌশিকীকে গুলি কে করেছিল সেই কেস সল্ভ করার চেষ্টা করছে। এর মধ্যেই উৎসব এবং মেহেন্দি কাকনকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। মেনান সেটা জগদ্ধাত্রীকে জানিয়ে দেয়।
জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু কেসের জন্য তদন্ত করতে গেলে জগতযাত্রীর উপর আবারো আক্রমণ হয়। স্বয়ম্ভু কি জগতযাত্রীকে বাঁচাতে পারবে?
মেহেন্দি তার শাশুড়ি বৈদেহিকে জানায় যে কৌশিকী মুখার্জির চেয়ার পেতে তার আর একটুখানি দূরত্ব বাকি। ঠিক তখনই প্রীতি এসে জানায় যে উৎসব টাকা খরচা করেছে। মেহেন্দি প্রীতিকে বলে যে এত কথা তাকে মানায় না।
জগদ্ধাত্রীদের পারিবারিক সমস্যা শুরু হয়ে গিয়েছে। উৎসব এবং মেহেন্দি কাকনকে ভুল বুঝিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। মেনান সেটা জগদ্ধাত্রীকে জানিয়ে দিয়েছে। জগদ্ধাত্রী এই ব্যাপারে উৎসব এবং মেহেন্দির সাথে কথা বলবে।