বিনোদন

মেডিসিন মাফিয়ার ডান হাত কার্তিক-কে ধরে ফেলল জগদ্ধাত্রী! সে কি মুখ খুলবে জগদ্ধাত্রীর সামনে?

 

জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হলো জগদ্ধাত্রী।জগদ্ধাত্রী ডক্টর কল কে জানাচ্ছে তার হসপিটালে একটা মার্ডার কেস হয়ে গিয়েছে জাল ওষুধের জন্য। তাই এই হসপিটালের কাউকেই ছেড়ে কথা বলবে না। জগদ্ধাত্রী ট্রিটমেন্টের কিছু বোঝেনা তবে সে খুব ভালো মতন বুঝতে পেরে গিয়েছে মার্ডার হয়েছে এখানে।

জগদ্ধাত্রী ধরে ফেলেছে মেডিসিন মাফিয়াকে। সেও উলটে জ্যাস সান্যালকে চোখ রাঙাচ্ছে। ঠিক তখনই বুঝিয়ে দিলে জগদ্ধাত্রী তার থেকে দূরে থাকতে সে যদি একবার ক্রিমিনালদের ধরে তাহলে প্রত্যেকটা আর রীতিমতো বেজে ওঠে। জ্যাস হল ক্রিমিনালদের বাপ। জগদ্ধাত্রীকে সরানোর জন্য মিস্টার কলের স্ত্রী হল বৈদেহী মুখার্জির ভাইজি তাই দেশকে সরাতে তার বেশিক্ষণ সময় লাগবে না।

জগদ্ধাত্রী হসপিটালের নার্সদের কে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু কেউই মুখ খুলতে চাইছে না। হেড নার্স যাতে মুখ না খুলে তাই জন্যই তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। বাকিরা জগদ্ধাত্রী উত্তর সঠিকভাবে দিতে পারল না।

Related Articles