বিনোদন

মুক্তি পেল ডাঙ্কি ছবির তৃতীয় গান, ফিরলো থ্রি ইডিয়টসের আমেজ!

 

বলিউডের বাদশা শাহরুখ খানের আসন্ন ছবি ‘ডাঙ্কি’র নতুন গান ‘নিকলে থে কভি হাম ঘর সে’ প্রকাশ পেয়েছে। গানটিতে শাহরুখের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সোনু নিগম। গানটিতে ঘরে ফেরার এবং স্বদেশের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে।

গানের সুরটি বেশ মনোমুগ্ধকর। সোনু নিগমের কণ্ঠে গানটি আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। গানটিতে শাহরুখের কণ্ঠও বেশ ভালো লেগেছে।

গানটি প্রকাশ হওয়ার পরই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটি ইতিমধ্যেই ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে।

গানটি প্রকাশের পর পরিচালক রাজকুমার হিরানি বলেন, “‘নিকলে থে কভি হাম ঘর সে’ একটি বিশেষ গান। এটি ছবির একটি গুরুত্বপূর্ণ অংশ। গানটিতে ঘরে ফেরার এবং স্বদেশের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। আশা করি গানটি দর্শকদের ভালো লাগবে।”

‘ডাঙ্কি’ একটি অ্যাডভেঞ্চার-কমেডি ছবি। ছবিটিতে শাহরুখ খানের পাশাপাশি তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমন ইরানি, বিক্রম খোচার, সতীশ শাহ, জ্যোতি সুভাষ-সহ আরও অনেকে অভিনয় করেছেন। ছবিটি আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে।

গানটি প্রকাশ হওয়ার পরই নেটিজেনদের মধ্যে একটি আলোচনা শুরু হয়েছে। তারা বলছেন, গানটির সুরটি ‘থ্রি ইডিয়টস’ ছবির ‘বেহেতি হাওয়া সা থা উহ’ গানটির সুরের সঙ্গে মিলে যায়। ‘বেহেতি হাওয়া সা থা বোহ’ গানটিরও পরিচালক রাজকুমার হিরানিরই। তাই অনেকেই মনে করছেন, হয়তো পরিচালক ইচ্ছাকৃতভাবেই এই সুরের মিল রেখেছেন।

Related Articles