বিনোদন

মিশকার সমস্ত প্ল্যানিং লাবণ্য আগে থেকেই বুঝতে পেরেছিল! এবার ফাঁদ পাতলো তারা

 

স্টার জলসার অন্যতম ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া। সূর্য হাসপাতলে পৌঁছতে হঠাৎ করেই দেখে তার সমস্ত রোগীরা তাকে বয়কট করেছে তারা কিছুতেই আর সূর্যের কাছে দেখাতে চাইছে না। সূর্য কিছুতেই বুঝে উঠতে পারছে না কেন তার সাথে এরকমটা ঘটছে।

মিশকা নিজের সাধের অনুষ্ঠান নিজেই শুরু করে দিয়েছে সেখানে সে যতরকম ভাবে পারছে সূর্যকে রাখার চেষ্টা করছিল। কিন্তু সূর্য থাকতে চাইছিল না। ঠিক তখনই দীপা এবং লাবণ্য এসে জানায় মিশ্রা এত কিছু জানে এইটা জানে না যে সাধের অনুষ্ঠানে কোন ছেলেদের থাকতে নেই।

মিশকা তার সাধের অনুষ্ঠান সেনগুপ্ত বাড়িতে করানোর জন্য সাংবাদিকের লোক ডেকে এনে একটা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। তাতে লাবণ্য উত্তেজিত হয়ে পড়ছিল। কিন্তু তখনই দীপা তাদেরকে জানাই মিশকা সাধের থালা সে নিজের সাজাবে আবার মিশর জন্য পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হচ্ছে। দীপা তখনই মিশকাকে জানায় সে একাই হেড লাইনে থাকবে এটা তো হতে পারে না।

Related Articles