বিনোদন

মিশকাকে জব্দ করার জন্য প্ল্যান বানাচ্ছে লাবণ্য! সফল হবে কি সে?

 

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ায় দীপা-সূর্যর সংসারে ঝড় বইছে। সূর্য মিশকার সন্তানের বাবার জায়গায় সই করে ফেলেছে। এই খবর জানতে পেরে দীপা ভেঙে পড়েছে। সে সূর্যকে বিশ্বাস করতে পারছে না।

সূর্যও নিজের কাজের জন্য খুব অনুতপ্ত। সে জানে না কীভাবে দীপা ও তার দুই মেয়ের সামনে দাঁড়াবে। সে মনে মনে ভাবছে, মিশকা যদি সত্যিই সন্তানসম্ভবা হয়, তাহলে সে কী করবে?

এদিকে, লাবণ্যও এই ঘটনায় খুব উদ্বিগ্ন। সে দীপাকে জানায়, তার মিশকার সাথে হঠাৎ করেই দেখা হয়ে গিয়েছিল। তাই সে কথা বলতে বাধ্য হয়েছে। কিন্তু দীপা জানায়, তার এবং লাবণ্যর মধ্যে বিশ্বাসের সম্পর্ক। লাবণ্য মিশকাকে কী এমন কথা দিল, তা এখনো স্পষ্ট নয়।

তবে, মনে করা হচ্ছে যে, লাবণ্য মিশকাকে আশ্বস্ত করার চেষ্টা করছে। সে মিশকাকে বুঝাতে চাইছে যে, সূর্য তাকে এখনো ভালোবাসে। লাবণ্যের এই আচরণে দীপা সন্দেহের চোখে তাকিয়ে আছে। সে মনে করছে, লাবণ্য সূর্যকে ফিরে পেতে চায়। সে মিশকাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

Related Articles