বিনোদন

মিঠাই vs জগদ্ধাত্রী: হঠাৎ বিয়ের সাজে ধরা দিলেন জি বাংলার সেরা দুই নায়িকা! আপনার পছন্দ কে?

 

৯ই জুন ছিল ‘মিঠাই’ ধারাবাহিকটির শেষ পর্ব। জি বাংলায় ১১ই জুন সম্প্রচার হওয়ার কথা ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে দুদিন আগেই শেষ হয়ে যায়। গ্রামের মিষ্টি মেয়ে মিঠাই ও তার উচ্ছেবাবু দর্শকদের বাঙালি হৃদয়ে জায়গা করে নিয়েছিল।

‘মিঠাই’ ধারাবাহিক শেষ হলেও, অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ড বড় পর্দায় আসছেন দেবের বিপরীতে। অন্যদিকে, ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকটির নায়িকা অঙ্কিতা মল্লিকও দর্শকদের মন জয় করে নিচ্ছেন।

সম্প্রতি নববধূর বেশে ধরা দিলেন দর্শকদের প্রিয় এই দুই নায়িকা! তবে তাদের দুজনেরই জীবনে বিয়ের রং লাগলো? জানা গেছে সেরম কিছু নয়, এটা কেবলই ব্রাইডাল লুকে করা একটি ফটোশুট মাত্র

Related Articles