বিনোদন
বিয়ের পর দর্শনাকে কিভাবে বাড়িতে নিয়ে গেলেন সৌরভ? ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ সকলে

কলকাতার টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস এবং অভিনেত্রী দর্শনা বণিকের বিয়ে সম্পন্ন হয়েছে। ১৫ ডিসেম্বর পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে তাদের বিয়ের আসর বসেছিল। বিয়েতে উপস্থিত ছিলেন টলিপাড়ার বিশিষ্ট তারকারা।
বিয়ের আসরে সৌরভ দাস নাচতে নাচতে দর্শনাকে বিয়ে করতে এসেছিলেন। বিয়ের পর রোম্যান্টিক গানে তাল মেলাতেও দেখা যায় নবদম্পতিকে। বিয়ের আসর সাজানো ছিল সাবেকি নিয়মে।
বিয়েতেই চমকের শেষ, ভেবেছিলেন অনেকে। কিন্তু আসল চমক দেখা গেল গিন্নিকে বাড়ি নিয়ে যাওয়ার সময়। হুড খোলা রোলস্ রয়েস-এ চাপিয়ে বৌকে নিয়ে ফিরলেন সৌরভ। বাইপাসের রাস্তায় দেখা গেল সেই গাড়ি। যে ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
ভিডিয়োতে দেখা যায়, পর্দার ‘মন্টু’র কাঁধে মাথা দিয়ে নিশ্চিন্তে বসে দর্শনা। শ্বশুরবাড়িতে পৌঁছতেই একগাল হাসি তাঁর মুখে।