বিজয়ের সঙ্গে সিনেমা করতে নিজের পৈতৃক ভিটে বিক্রি করেছিলেন সন্দীপ! জানুন সেই কাহিনী

সফল পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা। তাঁর পরিচালিত তিনটি ছবিই বক্স অফিসে হিট হয়েছে। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে একটি কঠিন সংগ্রাম। নিজের প্রথম ছবি ‘অর্জুন রেড্ডি’র জন্য টাকা জোগাড় করতে তিনি নাকি পৈতৃক জমি বিক্রি করতে বাধ্য হয়েছিলেন।
‘অ্যানিম্যাল’-এর অন্যতম অভিনেতা সিদ্ধান্ত কারনিক সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “সন্দীপের কেরিয়ারের শুরুটা খুব একটা ভালো হয়নি। কেউ তাকে পরিচালক হিসেবে সুযোগ দিতে চাইছিলেন না। তাই তিনি নিজের কাছের কলাকুশলীদের নিয়ে একটি ছোট প্রযোজনা সংস্থা খুলেন। কিন্তু প্রথম ছবি তৈরি করার আগেই বিনিয়োগকারী হাত গুটিয়ে নেন। টাকার অভাবে পড়েন সন্দীপ। সেই সময় তাঁর পরিবার পৈতৃক জমি বিক্রি করে তাঁর ছবির জন্য টাকা জোগাড় করে।”
সিদ্ধান্ত জানান, “সন্দীপের পরিবারের সেই পৈতৃক জমি ছিল তাদের সবকিছু। কিন্তু সন্দীপের স্বপ্ন ছিল পরিচালক হওয়া। সেই স্বপ্ন পূরণের জন্য তাঁর পরিবার সবকিছু বিলিয়ে দিয়েছে। অবশেষে ‘অর্জুন রেড্ডি’র সাফল্যে সন্দীপের পরিবারের সেই কষ্টের পুরস্কার মিলেছে।”
‘অর্জুন রেড্ডি’র সাফল্যের পর সন্দীপের ভাগ্য বদলে যায়। তিনি তেলুগু এবং বলিউডে এক জন জনপ্রিয় পরিচালক হয়ে ওঠেন। তাঁর পরবর্তী দুটি ছবি ‘কবীর সিংহ’ এবং ‘অ্যানিম্যাল’ও বক্স অফিসে হিট হয়।