বিচ্ছেদের গুঞ্জন এখন অতীত, বিবাহবার্ষিকীর প্ল্যানিং করছেন ঐশ্বর্য-অভিষেক!

গত কয়েক মাস ধরে বলিউডের নামজাদা বচ্চন পরিবারের অন্দরে অশান্তি ও কলহের খবর শোনা যাচ্ছে। এই পরিবারের দুই প্রজন্মের দুই তারকা অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, এমনকি বিবাহবিচ্ছেদেরও গুঞ্জন উঠেছে।
গত ১ নভেম্বর নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন ঐশ্বর্যা। সেদিন ঐশ্বর্যার পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যকে। সমাজমাধ্যমের পাতাতেও প্রায় শুকনো মুখেই স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দায় সেরেছিলেন অভিষেক। এমনকি সম্প্রতি এক অনুষ্ঠানে ঐশ্বর্যার হাতে দেখা যায়নি বিয়ের আংটিও।
এর মধ্যেই খবর পাওয়া যায়, অমিতাভ বচ্চন নিজেই সমাজমাধ্যমের পাতায় ঐশ্বর্যাকে আনফলো করে দিয়েছেন। এমনকি এ খবরও পাওয়া যায়, বচ্চন পরিবারে অশান্তি চরমে পৌঁছনোর ফলে ঐশ্বর্যা মেয়ে আরাধ্যাকে নিয়ে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে মনোমালিন্য বেড়েই চলেছে নায়িকার।
তবে এই খবরের সত্যতা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বচ্চন পরিবার। ঐশ্বর্যা নিজেও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
এদিকে, নিজের মা-বাবার বিবাহবার্ষিকী পালন করলেন ঐশ্বর্যা। ২০১৭ সালে প্রয়াত হয়েছেন ঐশ্বর্যার বাবা কৃষ্ণরাজ রাই। এখন মা বৃন্দার সঙ্গে অনেকটা সময় কাটান নায়িকা, সঙ্গে থাকে তাঁর মেয়ে আরাধ্যাও। সমাজমাধ্যমের পাতায় মা ও বাবার একটি পুরনো ছবি পোস্ট করেন ঐশ্বর্যা। ছবির বিবরণীতে লেখেন, ‘‘তোমাদের আত্মাকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। তোমাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া আমি কিছুই নই।’’
ঐশ্বর্যার এই পোস্ট থেকে মনে হচ্ছে, তিনি এখন নিজের পরিবারের সঙ্গেই বেশি সময় কাটাতে চান। বচ্চন পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক এখন কেমন, সে বিষয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা নেই।