বিনোদন

বক্সিং করতে নেমে জিততে পারল না ফুলকি, তবে কি ব্যর্থ হয়ে গেল রোহিতের ট্রেনিং?

 

বাংলা টেলিভিশনে নতুন সিরিয়ালগুলোর জয়জয়কার চলছে। গত কয়েক মাসে বেশ কিছু নতুন সিরিয়াল শুরু হয়েছে এবং শুরু হতে না হতেই দর্শকদের মন জয় করে নিয়েছে। নতুন সপ্তাহের টিআরপি তালিকায় সেই জয়জয়কার প্রকাশ্যে এসেছে।

প্রথম স্থানে রয়েছে ‘ফুল্কি’। এই সিরিয়ালটি শুরুর সময় থেকেই দর্শকদের কাছে জনপ্রিয়। এ সপ্তাহে তারা পেয়েছে ৮.৫। সিরিয়ালে দেখা যাচ্ছে, ফুল্কি রোহিতের ট্রেনিংয়ে অংশ নিচ্ছে। রোহিতের সাহায্যে ফুল্কি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

তবে অলীক গল্পের মত প্রথম ম্যাচে নেমেই হিরোইন জিতে যাবে এমনটা দেখানো হয়নি ধারাবাহীকে। বদলে রোহিতের দেওয়া করা ট্রেনিং সত্ত্বেও প্রথম ম্যাচে জিততে পারেনি ফুলকি, যা অনেকটাই বাস্তবসম্মত। আশা করাই যায় পরবর্তীকালে তার হেরে যাওয়া থেকে শিখে জিতে ফিরে আসার গল্প দেখানো হবে ধারাবাহিকে।

Related Articles