বিনোদন

প্রথম সিরিজেই আদালতের দ্বারস্থ হতে হয়েছিল দেবশ্রীকে, আসল ঘটনা কী? জানালেন অভিনেত্রী

 

হইচইয়ের প্ল্যাটফর্ম এক সপ্তাহখানেক আগেই একগুচ্ছ সিরিজের ঘোষণা করেছে। যার মধ্যে একটিতে দেবশ্রী রায় অভিনয় করার কথা রয়েছে। সেই সিরিজটির নাম কেমিস্ট্রি মাসি পরিচালনায় রয়েছেন সৌরভ চক্রবর্তী। দেবশ্রী ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার ছিল স্বস্তিকা দত্তের। হইচই এর বিভিন্ন প্লাটফর্মে এর আগেও স্বস্তিকাকে দেখেছে দর্শক।

তবে সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে সৌরভের কেমিস্ট্রি মাসি সিরিজ থেকে বাদ পড়েছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। এরই মধ্যে স্বস্তিকা দুটি সিরিজের অভিনয় শেষ করেছে। সম্পর্ক এবং গভীর জলের মাছ দুই। তারপরেই এই সিরিজ শুটিং হওয়ার কথা ছিল। কিন্তু এমন কী ঘটল? ইন্ডাস্ট্রির অন্দরমহল খবর ডেট নিয়ে নাকি ইউনিটের মধ্যে বিস্তার ঝামেলা হয়েছে।

দেবশ্রী রায় যে পোষঅ্যাপ্রেমী এ কথা সকলেরই জানা তিনি রাস্তার পশু পাখি থেকে শুরু করে পোষ্যদের কে দিনের অর্ধেকের বেশি সময় দেন কেউ তাদের সঙ্গে কোন খারাপ আচরণ করলে তা নিয়ে তিনি আদালত পর্যন্ত চলে যেতে পারেন। সেই কারণেই এই কেমিস্ট্রি মাসি সৃষ্টি শুরু করার সময় দেবশ্রী রায়ের আদালতে ডেট পড়ে তাই তিনি অন্য তারিখ চান শুটিং শুরুর জন্য কিন্তু স্বস্তিকা তা দিতে পারেনা তাই তাকে ছাড়াই এগিয়েছে।

Related Articles