বিনোদন

নিজের কাছের মানুষকে হারিয়ে শোকে ভেঙে পড়লেন অরিজিৎ!

 

অরিজিত সিং বলিউডের এক জনপ্রিয় গায়ক, যার গানে মুগ্ধ সারা বিশ্ব। অর্থের অভাবে না থাকলেও, অহংকার নেই তার মনে। মুম্বাইয়ের বিলাসবহুল ফ্ল্যাটের পরিবর্তে, মুর্শিদাবাদের জিয়াগঞ্জেই তার ঠিকানা।

অরিজিত একজন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন। পাড়ার দোকানে চা খাওয়া, আড্ডা দেওয়া, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, সবকিছুই তিনি নিজেই করেন। বাজারে যান স্কুটিতে, বউ ও ছেলেকে নিয়ে।

অরিজিত তার মায়ের নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। জিয়াগঞ্জে ইংরেজি শিক্ষার প্রসার, হাসপাতাল, বিদ্যালয় নির্মাণ, খেলার মাঠ – সবই করেছেন তিনি। মায়ের নামে স্কুলও নির্মাণ করছেন।

Related Articles