বিনোদন

দেখতে দেখতে ৫০০ পর্ব অতিক্রম করল জগদ্ধাত্রী!

 

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ আজ ৫০০ পর্ব পূর্তি করল। ২০২২ সালের ২৯ আগস্ট থেকে শুরু হয়েছিল এই ধারাবাহিক। প্রোমো দেখেই দর্শক বুঝতে পেরেছিলেন যে এটি অন্য ধারার একটি গল্প। গৃহকর্মে নিপুনা শান্তশিষ্ট জগদ্ধাত্রী আসলে একজন পুলিশ অফিসার।

প্রথম থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় প্রতি সপ্তাহেই বাঁধাধরা জায়গা থাকে এক থেকে তিনে। আট থেকে আশি সকলেই অপেক্ষা করে থাকেন জগদ্ধাত্রীর জন্য।

ধারাবাহিকের সফল জার্নিতে গর্বিত অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। তিনি বলেন, “প্রথম ধারাবাহিকের এতটা সাফল্য আমার কাছে সত্যিই ভাগ্যের ব্যাপার। ভগবানের কাছে তো বটেই। স্নেহাশিস দার কাছেও চিরকৃতজ্ঞ আমি। উনি সুযোগ দিয়েছিলেন বলেই নিজেকে প্রমাণ করতে পেরেছি। এখন যেখানে ধারাবাহিকই তিন-চারমাসে বন্ধ হয়ে যায়, সেখানে ধারাবাহিক ৫০০ পর্বের গণ্ডি পাড় করে ফেলেছে। টিআরপির রমরমিয়ে চলছে জগদ্ধাত্রী।”

অঙ্কিতার সংযোজন, “দর্শক এত ভালোবাসছে এটা তো বিশাল অ্যাচিভমেন্ট। আগামী দিনে জগদ্ধাত্রীকে সকলে আরও ভালোবাসুক সেটাই আশা করব।”

Related Articles