দীর্ঘদিন পর আবার একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধছেন সোহম-শ্রাবন্তী! কবে একসঙ্গে দেখা যাবে তাদের?

শিশুশিল্পী হিসেবে একসঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলেন সোহম চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এরপর একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। এবার ফের নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা।
ছবিটি পরিচালনার দায়িত্বে থাকবেন অভিমন্যু মুখোপাধ্যায়। গল্পটি হবে রোম্যান্টিক কমেডি ঘরানার। প্রযোজনার দায়িত্বে থাকবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া। তবে এখনও পর্যন্ত ছবির নাম, নির্মাণের সঠিক সময়সহ অন্যান্য বিষয় নিয়ে কোনো খবর প্রকাশ করা হয়নি।
অভিমন্যুর পরিচালনায় সোহম-শ্রাবন্তী এর আগে টেকো, গুগলি, পিয়া রেসহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। বর্তমানে শ্রাবন্তীর হাতে রয়েছে দেবী চৌধুরাণী, লড়াইয়ের লড়াকু, রাত জাগা পাখি, বিষফোঁড়াসহ বেশ কয়েকটি ছবি। অন্যদিকে সোহম অভিনয় করছেন প্রধান, ল্যান্ড অফ দ্য ওয়াইল্ড, দ্য স্টার, দ্য ট্র্যাজেডি অফ দ্য লাস্ট ম্যানসহ বেশ কয়েকটি ছবিতে।
সোহম-শ্রাবন্তীর নতুন ছবি নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহের পারদ চড়েছে। তারা কবে থেকে এই জুটিকে বড় পর্দায় দেখতে পাবেন, সে অপেক্ষায় রয়েছেন।