“তোমার কোন প্রয়োজন নেই, এখানে চলে যাও”, তাড়িয়ে দেওয়া নির্বাচকদের আজ যোগ্য জবাব দিয়েছেন শামি

মহম্মদ শামি ভারতের অন্যতম সেরা পেস বোলার। ২০২৩ বিশ্বকাপে তার অসামান্য পারফরম্যান্স ভারতকে ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম কারণ ছিল। কিন্তু এই সাফল্যের পেছনে ছিল বঞ্চনা ও অপমানের এক দীর্ঘ ইতিহাস।
শামি উত্তরপ্রদেশের আমরোহার জেলার বাসিন্দা। ক্রিকেটে হাতেখড়িও হয়েছিল সেখানেই। কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলার জন্য তিনি বেছে নেন বাংলাকে। এর কারণ ছিল বঞ্চনা। শামি অভিযোগ করেন যে, উত্তরপ্রদেশের ট্রায়ালে তিনি দুবার অংশ নিয়েছিলেন। শুরুতে সব কিছুই ঠিক থাকত, কিন্তু ফাইনাল রাউন্ডে এসে তাকে বের করে দেওয়া হত। তাকে বলা হত, “এখানে তোমার কোনও প্রয়োজন নেই।”
শামি বলেন, “আমি খুব হতাশ হয়েছিলাম। আমি ভেবেছিলাম যে, আমি ক্রিকেট খেলতে পারব না। কিন্তু তারপর আমার মা আমাকে উৎসাহিত করেছিলেন। তিনি বলেছিলেন, ‘তুমি থেমে যেও না। তুমি চেষ্টা চালিয়ে যাও।'”
শামির মায়ের উৎসাহে তিনি থেমে যাননি। তিনি চলে আসেন কলকাতায়। সেখানে যোগ দেন ইডেন গার্ডেন্স ক্লাবে। ইডেন গার্ডেন্সে তার প্রতিভা ধরা পড়ে। তিনি বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে শুরু করেন।