তাদের ওপর হামলা করেছিল কে সেই তদন্তে ব্যস্ত জগদ্ধাত্রী, এর মাঝেই এলো নতুন ঝামেলা!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক “জগদ্ধাত্রী”তে নতুন মোড় নিয়েছে গল্প। মুখার্জি পরিবারের সাগরদ্বীপ ভ্রমণে জগদ্ধাত্রীকে হত্যার চেষ্টা করা হয়। কৌশিকি জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হন। কৌশিকির জীবন সংশয়ের মুখে পড়লে জগদ্ধাত্রী প্রতিজ্ঞা করেন, আসল অপরাধীদের খুঁজে বের করে কৌশিকির সামনে দাঁড় করাবেন।
জগদ্ধাত্রীর গুম হয়ে যাওয়ার খবর চাউর হলে, তার বসকে জগদ্ধাত্রীর শ্বশুর ফোন করে জানান, তাদের ডিপার্টমেন্টের জ্যাস সান্যালও নিখোঁজ। জ্যাসের সঙ্গে জগদ্ধাত্রীর সম্পর্ক ছিল বলে জানা যায়।
এদিকে, জগদ্ধাত্রীর উদ্দেশ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তিনি জানতে পারেন, জগদ্ধাত্রীকে হত্যার চেষ্টার পেছনে রয়েছে একটি বড় চক্রান্ত। এই চক্রান্তের সঙ্গে জড়িত আছেন অনেক ক্ষমতাধর ব্যক্তি। জগদ্ধাত্রীকে এই চক্রান্তের মুখোমুখি হতে হবে।
জগদ্ধাত্রী কি পারবেন আসল অপরাধীদের খুঁজে বের করতে? কৌশিকি কি সুস্থ হয়ে উঠবেন? এই প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে ধারাবাহিক “জগদ্ধাত্রী”।