বিনোদন

টলিউডের ‘মন্টু পাইলট’-এর বিয়ে আর কয়েক দিনের মধ্যেই, কী কী চমক থাকছে সেখানে?

 

টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিকের বিয়ের তারিখ ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে উৎসাহের পারদ চড়ছে। ১৫ ডিসেম্বর পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বসবে তাদের বিয়ের আসর।

বিয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। দর্শনা ও সৌরভ দুজনেই ব্যস্ত সময় পার করছেন। কাজের ব্যস্ততার মধ্যেই আইবুড়ো ভাত খেয়ে বেড়াচ্ছেন তারা।

বিয়ের সাজে থাকছে চমক। অধিবাস থেকে গায়ে হলুদ সবেতেই শাড়ি পরবেন দর্শনা। অধিবাসে পরবেন তসর বেনারসি। গায়ে হলুদে হলুদ রঙের বেনারসি। আর বিয়েতে পরবেন লাল টুকটুকে বেনারসি। বিয়ের বেনারসিতে রয়েছে রুপোর কাজ। দর্শনার পছন্দেই তৈরি হয়েছে এই স্পেশাল শাড়ি। বৌভাতে ফুসিয়া গোলাপি বেনারসিতেই সাজবেন দর্শনা।

অন্যদিকে, সৌরভ পরবেন তসরের ধুতি, জামদানি ও কাঁথার কাজের কুর্তা। বিয়ের মেনুতেও নাকি থাকবে চমক। তবে বাঙালি খাবারকেই অগ্রাধিকার দেবেন দর্শনা ও সৌরভ।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন টলিউডের তারকারা। তবে এখনও পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি।

Related Articles