জিতুর কথা মনে পড়ছে নবনীতার? সোশ্যাল মিডিয়ায় ধরা দিল নস্টালজিয়া

গত বছরের ডিসেম্বর মাসে বিবাহবিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী নবনীতা দাস। তারপর থেকেই জিতুর সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। তবে বার বার নবনীতার সমাজমাধ্যমের পাতায় দেখা যায় জীতুর সঙ্গে সময় কাটানোর ছবি। বিচ্ছেদ হওয়ার পরেও যে মাঝেমাঝেই মনে পড়ে জীতুর কথা, সে কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন তিনি।
বড়দিনেও সেই স্মৃতিতেই ডুব দিলেন নবনীতা। তাঁদের পুরনো ছবি পোস্ট করলেন ইনস্টাগ্রামের স্টোরিিতে। ছবিতে দেখা যাচ্ছে, নবনীতা জীতুর কোলে বসে আছেন। মুখে দুজনেরই হাসি। ছবি পোস্ট করে নবনীতা লিখেছেন, “অনেক দিন পর দেখলাম এই ছবিগুলো। মনে পড়ে গেল সেই দিনগুলো।”
অন্য দিকে, বিচ্ছেদের পর থেকেই একের পর এক সিনেমায় অভিনয় করছেন জীতু কমল। বেশ কিছু ছবি থেকে সরেও এসেছেন তিনি। কয়েক দিন আগে ‘এম ১৬’ নামক ছবিতে কাজ না করার কথা ঘোষণা করেছেন তিনি। নেপথ্যে রয়েছে বিভিন্ন কারণ। জীতু জানিয়েছিলেন, তাঁর ‘ডেট’ নিয়ে নানা সমস্যা হচ্ছিল। এ ছাড়াও দুর্বল চিত্রনাট্যের কারণে এমন সিদ্ধান্ত নেন তিনি।