জমজমাট পিকনিক টলিউড তারকাদের! হাজির ছিলেন কারা?

রবিবার চব্বিশ পরগণার এক রাজবাড়িতে টলিউডের তারকাদের এক জমজমাট পিকনিকের আয়োজন হয়েছিল। এই পিকনিকের থিম ছিল সাদা। তাই প্রত্যেকেই সাদা পোশাক পরে এসেছিলেন।
পিকনিকে উপস্থিত ছিলেন রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, পদ্মনাভ দাশগুপ্ত, পাওলি দাম, ইশা সাহা, দেবালয় ভট্টাচার্য সহ আরও অনেকে।
পিকনিকের শুরুতেই নানান খাবার-দাবারের আয়োজন করা হয়েছিল। তারপর সবাই মিলে নাচ-গানে মেতে ওঠেন। পিকনিকের এক পর্যায়ে সৃজিত মুখোপাধ্যায়ের ‘দ্বিতীয় পুরুষ’ তারকা পরমব্রত এবং অনির্বাণ গান ধরেন। আবার শ্রাবন্তী নিজের ছবির ‘ভোলার কোকাকোলা’ গানে এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সিং সোনির সঙ্গে নাচতে দেখা যায়।
পিকনিকের শেষে সবাই মিলে ছবি তোলেন। রাজ-শুভশ্রী জানান, জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই ‘বাবলি’ সিনেমার কাজ শুরু করবেন তারা। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে এই সিরিজের শুটিং ফ্লোরে যাওয়ার আগেই পিকনিকে জমিয়ে মজা করতে দেখা গেল টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রীকে।